লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এবার বিদ্যুতের দাম অনেকটাই কমবে, রাজ্য সরকার বড় পদক্ষেপ নিল

Published on:

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এবার সুখবর। রাজ্য সরকার বিদ্যুৎ খাতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে, যার ফলে ভবিষ্যতে বিদ্যুতের বিল অনেকটাই কমতে পারে। সম্প্রতি পেশ করা রাজ্য সরকারের বাজেটে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। যাতে রাজ্য বিদ্যুৎ উৎপাদনে আরও স্বনির্ভর হয়ে এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কিছুটা কমে।

বিদ্যুৎ উৎপাদনে রাজ্যের নতুন পরিকল্পনা

বর্তমান সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধি মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত পরিবারের জন্য অন্যতম একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

READ MORE:  মহিলাদের জন্য SBI-এর সেরা স্কিম, ঘরে বসেই পাবেন মোটা অঙ্কের লোন

এর মধ্যে সবথেকে বড় পদক্ষেপ হলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত। মূলত দেউচা পাচামি কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যা বিদ্যুতের ঘাটতি কমাতে সহায়ক হবে।

দেউচা পাচামি কয়লা খনি সম্পর্কে

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত দেউচা পাচামি কয়লা খনি বিশ্বের অন্যতম বৃহত্তর কয়লা খনি। বিশেষজ্ঞদের মতে, এই খনিতে বিশাল পরিমাণে কয়লা মজুত রয়েছে, যা সঠিক পরিকল্পনা ব্যবহার করে উত্তোলন করা হলে এবং তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হলে রাজ্যে বিদ্যুতের দাম অনেকটাই কমবে। এর ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমার সম্ভাবনা বাড়বে এবং শিল্পের বিকাশ আরও ত্বরান্বিত হবে। শুধু তাই নয়, পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানও বাড়বে, ফলে বেকারত্বের হারও কমবে।

READ MORE:  8th Pay Commission: ২০২৬ সালের জানুয়ারিতেও বাড়ছে না বেতন! সরকারি কর্মচারীদের জন্য খারপা খবর | Salary Hike News For Employees

সাধারণ মানুষ কীভাবে সুবিধা পাবেন

বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার বিদ্যুৎ খরচ কমানোর জন্য ‘হাসির আলো’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় যারা ০.৩ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গৃহস্থ্য বিদ্যুৎ সংযোগ ব্যবহার করেন এবং প্রতি মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদেরকে কোন রকম বিদ্যুতের বিল দেওয়া লাগেনা। 

বিদ্যুৎ সংস্থাগুলির ভূমিকা

বর্তমানে বিদ্যুতের দাম মূলত বেসরকারি বিদ্যুৎ প্রদান সংস্থাগুলির উপর নির্ভরশীল। ফলের রাজ্য সরকার বিদ্যুতের মূল্য নির্ধারণে সরাসরি কোন হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু যদি রাজ্য নিজের উৎপাদন বাড়া, তাহলে ভবিষ্যতে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে চলে আসবে, যা সাধারণ মানুষের জন্য বড় সুবিধা আনতে পারে।

READ MORE:  BEL Educational Institutions Recruitment 2025: শুরুতেই বেতন ৪৫ হাজার! প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে BEL-এ, জানুন আবেদন পদ্ধতি | Bharat Electronics Ltd Recruitment

পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ বিল কমানোর যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়িত হলে সেটি রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং ‘হাসির আলো’ প্রকল্পের মাধ্যমে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য বিদ্যুৎ এবার থেকে সহজলভ্য হবে। এখন দেখার এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.