এবার মাঠে নামলো আম্বানি! একদম ফ্রিতে 50GB, Google, Apple-কে দিচ্ছে টেক্কা
যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোনের স্মৃতিশক্তি বদলে গিয়েছে। একসময় ফোনের মেমোরি থাকতো মাত্র 2GB বা 4GB। আর এখন সেখানে 128GB বা 256GB মেমোরিও কম হয়ে যায়। কারণ সেলফি, ভিডিও, অ্যাপ, ডকুমেন্টস ইত্যাদি রাখতে গিয়েই ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়।
আগে মেমোরি কার্ডের উপর ভরসা করে চলতে হতো। কিন্তু এখন বেশিরভাগ স্মার্টফোনে একই স্লটে মেমোরি কার্ড এবং সিম কার্ড ব্যবহার করতে হয়। তাই বিকল্প হিসাবে ক্লাউড স্টোরেজের জনপ্রিয়তা বেড়ে চলেছে।
Google android ব্যবহারকারীদের জন্য 15GB পর্যন্ত ফ্রি স্টোরেজ দেওয়া এই ক্লাউড স্টোরেজে। এছাড়া Apple iPhone ব্যবহারকারীদের জন্য 50GB স্টোরেজ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তবে বেশি স্টোরেজ দরকার হলে গুগল বা Apple-এর থেকে টাকা দিয়ে কিনতে হয়।
আর এই জায়গাতেই বাজিমাত করতে মাঠে নামল জিও। এবার গুগল ও Apple-এর দাপট কমাতে ভারতের বাজারে আসতে চলেছে জিও ক্লাউড স্টোরেজ, তাও কিনা 50GB একদম ফ্রিতে।
সম্প্রতি ফিলামেন্স জিওর মালিক মুকেশ আম্বানি ঘোষণা করেছে যে, 50GB AI চালিত ক্লাউড স্টোরেজ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে জিও গ্রাহকদের। তবে এখানে একটি কিন্তু রয়েছে। যদি জিওর 299 টাকা বা তার বেশি প্রিপেইড বা পোস্টপেইড প্লান রিচার্জ করা হয়, তাহলেই এই সুবিধা পাওয়া যাবে। এই স্টোরেজ ব্যবহার করা যাবে ছবির ব্যাকআপ, ভিডিওর জন্য।
Google শুধুমাত্র 15GB স্টোরেজ গ্রাহকের ফ্রিতে দেয়। তবে তার বেশি স্টোরেজ নিতে গেলে টাকা দিতে হয়। Apple 50GB ফ্রি দিলেও ভারতে বেশিরভাগ android ফোন ব্যবহারকারী। তাই Apple-এর পরিষেবা খুব একটা জনপ্রিয় নয়।
আর জিওর এই প্ল্যান ভারতীয় গ্রাহকদের মধ্যে খুবই জনপ্রিয় হতে চলেছে। কারণ জিও ব্যবহারকারীর সংখ্যা 60 কোটিরও বেশি। তাই গুগল এবং Apple এখন চাপে পড়ে গেছে তাদের বাজার ধরে রাখার জন্য।
2024 সালের বার্ষিক সাধারণ সভায় এই পরিষেবার ঘোষণা করেছিল মুকেশ আম্বানি। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ক্লাউড স্টোরেজ সিস্টেম ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত সুবিধা প্রদান করবে। ফলে গুগল ড্রাইভ বা iCloud-এর বিকল্প হয়ে উঠতে পারে এবার জিও ড্রাইভ।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.