লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এবার হাওড়া-দিঘা রুটে ছুটবে ‘মিনি’ বন্দে ভারত! কত হবে ভাড়া? জেনে নিন রুট ও স্পিড

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ করা আরামদায়ক হয়ে গিয়েছে সকলের কাছে। শুধু তাই নয়, আগামী দিনে আরও নতুন কিছু ট্রেন আনার প্ল্যান রয়েছে রেলের যা রেল যাত্রীদের ভ্রমণের সংজ্ঞাকেই একদম পাল্টে রেখে দেবে। যেমন আপনিও যদি আগামী দিনে দিঘা যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সুখবর। এবার দিঘার উদ্দেশ্যে এমন সুন্দর ও হাইস্পিড ট্রেন আনার প্ল্যান করছে রেল যা আপনাকে অবাক করে রেখে দিতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই হয়তো হাওড়া-দিঘা রুটে নমো ভারত ট্রেন (Howrah Digha Namo Bharat Train) ছুটতে পারে।

হাওড়া-দিঘা রুটে ছুটবে নমো ভারত ট্রেন?

এই নমো ভারত ট্রেনকে অনেকেই মিনি বন্দে ভারত বলেন। এর লুক এতটাই অসাধারণ যে ভারত না বিদেশের কোনও ট্রেনে উঠেছেন ধরতেই পারবেন না। বর্তমানে মোট দুটি নমো ভারত র‍্যাপিড রেল চালু আছে। আহমেদাবাদ থেকে ভূজ এবং জয়নগর থেকে পাটনা এই দুটি রুটে চলছে। তবে জানা যাচ্ছে, রেল মন্ত্রক শীঘ্রই হাওড়া-দিঘা রুট সহ বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এই ‘মিনি’ ভার্সেনটি চালু করতে চলেছে। যদিও রেলের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

READ MORE:  আমেরিকাকে তোয়াক্কা না করে ভারত, রাশিয়ার বন্ধুত্ব গড়ল নয়া রেকর্ড! ব্যাকফুটে ট্রাম্প

হাওড়া থেকে দিঘা পৌঁছানো যাবে আরও কম সময়ে!

হাওড়া থেকে দিঘা নমো ভারত র‍্যাপিড রেল ৩ ঘন্টারও কম সময়ে ১৮৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। যদি এই ট্রেনটি চালু হয় তাহলে হাওড়া-দিঘা নমো ভারত র‍্যাপিড রেল হবে এই রুটের দ্রুততম ট্রেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

স্টপেজ ও ভাড়া

এবার আসা যাক ট্রেনটি যাত্রাকালে কোন কোন স্টেশন দাঁড়াবে এবং ভাড়াই বা কত হবে সে ব্যাপারে। সূত্রের খবর, ট্রেনটি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তমলুক, কাঁথির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ দিতে পারে। এবার আসা যাক ভাড়ার ব্যাপারে। সূত্রের খবর, হাওড়া থেকে দিঘা নমো ভারত র‍্যাপিড রেলে ১৬টি কোচ থাকবে। সব কোচই শীতাতপ নিয়ন্ত্রিত হবে। হাওড়া-দিঘা নমো ভারত র‍্যাপিড রেলে ভ্রমণের ভাড়া ৪০০-৪৫০ টাকা হতে পারে।

READ MORE:  ব্যবসার রাস্তা বন্ধের পর এবার বাংলাদেশে রেল প্রকল্প স্থগিত করল ভারত, নজরে বিকল্প পথ

হাওড়া-দিঘা নমো ভারতের সময়

এই ট্রেনের সময়সীমা কী হবে ভাবছেন নিশ্চয়ই? জানা যাচ্ছে, হাওড়া থেকে দিঘা যাওয়ার জন্য নমো ভারত র‍্যাপিড রেলটি হাওড়া থেকে সকাল ৭:০০ টায় ছেড়ে ৮:৪৫ নাগাদ দিঘা পৌঁছাবে। ফিরতি পথে ট্রেনটি দিঘা থেকে সন্ধ্যা ৬:০০ টায় ছেড়ে সন্ধ্যা ৭:৪৫ টায় হাওড়া স্টেশনে পৌঁছাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.