এমন অফার কেউ দেবে না, অবিশ্বাস্য ছাড়ে মোটরসাইকেল বিক্রি করছে জনপ্রিয় সংস্থা
প্রতি মাসেই প্রচুর ছাড়ে ভারতে মোটরসাইকেল বিক্রি করছে কাওয়াসাকি। মার্চেও তার অন্যথা হচ্ছে না। নতুন মাস শুরু হতেই একঝাঁক মডেলের উপর বাম্পার ডিসকাউন্টের ঘোষণা করল জাপানি সংস্থাটি। ছাড়ের অঙ্ক ১৫,০০০ টাকা থেকে শুরু হয়ে ৪৫,০০০ টাকা পর্যন্ত গিয়েছে। Eliminator 500, Versys 650, Ninja 300, Ninja 500, Ninja 650 এবং Z900 মডেলগুলি উপর এই ডিসকাউন্ট প্রযোজ্য। এই অফার ৩১ মার্চ পর্যন্ত উপলব্ধ হবে।
কাওয়াসাকির এই দুই নিনজা স্পোর্টস বাইকে সর্বাধিক ৪৫,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Ninja 500 একটি ৪৫১ সিসি লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা চালিত, যা ৯০০০ আরপিএমে ৪৫ হর্সপাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ৪২.৬ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। অন্যদিকে, Ninja 650 বাইকটিতে ৬৪৯ সিসির লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। এটি ৮,০০০ আরপিএমে ৬৭.৩ বিএইচপি এবং ৬,৭০০ আরপিএমে ৬৪ এনএম টর্ক তৈরি করে।
কাওয়াসাকির সবচেয়ে সস্তা ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক হল Ninja 300। এতে সিক্স স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ২৯৬ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে, যা ১১,০০০ আরপিএম গতিতে ৩৮.৮ হর্সপাওয়ার এবং ১০,০০০ আরপিএম গতিতে ২৬.১ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে, Z900 একটি হাই-পারফরম্যান্স নেকেড বাইক। এতে ৯৪৮ সিসির লিকুইড কুল্ড, ইনলাইন ফোর ইঞ্জিন বর্তমান, যার আউটপুট ১২৩.৬ হর্সপাওয়ার ও ৯৮.৬ নিউটন মিটার টর্ক। দুই বাইকেই ৪০,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Elminator 500 একটি ক্রুজার মোটরসাইকেল, যার উপর ১৫,০০০ টাকা ছাড় দিচ্ছে কাওয়াসাকি। এটি থেকে ৪৩.৩ বিএইচপি ক্ষমতা এবং ৪২.৬ এনএম টর্ক তৈরি হয়। ইঞ্জিনটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা। অন্যদিকে, Versys 650 হল একটি অ্যাডভেঞ্চার ট্যুরার। বাইকটির ৬৪৯ সিসি লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন ৮,৫০০ আরপিএমে ৬৫.৭ বিএইচপি এবং ৭,০০০ আরপিএমে ৬১ এনএম টর্ক তৈরি করে। মার্চে মডেলটি ৩০,০০০ টাকা ছাড়ে কেনা যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.