লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এমন সুযোগ আর আসবে না, কাওয়াসাকির সবচেয়ে সস্তা Ninja বাইকের দাম 30 হাজার টাকা কমল

Published on:

স্পিড ও পারফরম্যান্সের জন্য কাওয়াসাকি নিনজা সিরিজের সুখ্যাতি বিশ্বজুড়ে। ভারতেও এই মডেলের একাধিক স্পোর্টস বাইক বিক্রি করে জাপানি সংস্থাটি। যার মধ্যে সবচেয়ে সস্তা হল Ninja 300। ফেব্রুয়ারি মাসে এই বাইকটির উপর মোটা অঙ্কের ছাড় দিচ্ছে কোম্পানি। কাওয়াসাকি ৩০,০০০ টাকা মূল্যের একটি কুপন অফার করছে, যা এক্স-শোরুম প্রাইস থেকে বাদ দেওয়া যাবে।

ডিসকাউন্ট ভাউচার যোগ করে Ninja 300 কিনতে খরচ হবে ৩.১৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যেখানে বছরের অন্যান্য সময় দাম থাকে ৩.৪৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই অফার চলবে আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতের বাজারে কাওয়াসাকির সবচেয়ে কম দামের স্পোর্টস বাইক হল Ninja 300। এটি মোট তিনটি পেইন্ট স্কিমে উপলব্ধ – লাইম গ্রিন, ক্যান্ডি লাইম গ্রিন এবং মেটালিক মুনডাস্ট গ্রে।

READ MORE:  বাজাজ থেকে রয়্যাল এনফিল্ড! মার্চে নজর কাড়তে এন্ট্রি নিচ্ছে দারুণ সব বাইক-স্কুটার | Upcoming Two Wheeler Launches in March 2025

ফুল-ফেয়ারিং যুক্ত কাওয়াসাকির এই স্পোর্টস বাইক অনেক বছর ধরে দেশে বিক্রি হচ্ছে। বিগত কয়েক বছরে তেমন আপডেট আসেনি। এক দশক ধরে ডিজাইন অপরিবর্তিত থেকেছে। বাইকটিকে শক্তি সরবরাহ করে ২৯৯ সিসি, ইনলাইন টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৩৯ হর্সপাওয়ার ও ২৬ এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে রয়েছে ছয় গতির ম্যানুয়াল গিয়ার বক্স। আবার স্লিপার ক্লাচও উপলব্ধ এই বাইকে।

READ MORE:  Honda S7 Electric SUV: টেসলাকে টেক্কা দিতে লঞ্চ হল হোন্ডার নতুন ইলেকট্রিক SUV, একচার্জে ছুটবে 650 কিমি | Honda S7 Electric SUV Launched

Kawasaki Ninja 300 টুইন হেডলাইট সেটআপ, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল টেলিস্কোপিক ফর্ক, মনোশক অ্যাবজর্ভার, উভয় চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস, অ্যালয় হুইল এবং ক্লিপ অন হ্যান্ডেলবার অফার করে। এটি KTM RC 390, BMW G310RR, Apache RR 310 এবং Yamaha R3-এর সঙ্গে প্রতিযোগিতা করে।

READ MORE:  মূল্যবৃদ্ধির বাজারে খুশির খবর, KTM 390 Duke বাইকের দাম ১৮,০০০ টাকা কমল
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.