লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এমন সুযোগ আর পাবেন না, 45,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে কাওয়াসাকি নিনজা বাইক

Published on:

নতুন বছরের তাদের বাইকের উপর বাম্পার অফার নিয়ে হাজির কাওয়াসাকি ইন্ডিয়া। ভারতে বিক্রিত চারটি মোটরসাইকেলের উপর রাখা হয়েছে অফার। এই জাপানি কোম্পানির বাইক বিশ্বজুড়ে বিখ্যাত। বিশেষ করে নিনজা সিরিজ, যা কেনার জন্য অপেক্ষায় থাকেন বাইক-প্রেমীরা। আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসে Z900, Ninja 650, Ninja 300 এবং Ninja 500 এই চারটি মডেলের উপর ছাড় রয়েছে।

Kawasaki Ninja 300 মডেলের উপর ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। Ninja 500 মডেলটির উপর ১৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। Kawasaki Ninja 650 কেনা যাবে ৪৫,০০০ টাকা পর্যন্ত সস্তায়। আর সবার শেষে Kawasaki Z900 বাইকের উপর ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এই অফার শহর ও শোরুম অনুযায়ী আলাদা হতে পারে।

অফার ছাড়া, Kawasaki Z900 বাইকের দাম ৯.২৯ লাখ টাকা। এই মোটরসাইকেলে উপস্থিত ৯৪৮ সিসি ইঞ্জিন। সর্বোচ্চ ১২৩.৬ হর্সপাওয়ার ক্ষমতা উৎপন্ন করতে পারে এই ইঞ্জিন। অন্যদিকে, Kawasaki Ninja 650 মডেলের দাম ৭.১৬ লাখ টাকা। এই বাইকে রয়েছে ৬৪৯ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬৭.৩ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। ভারতের অন্যতম জনপ্রিয় বাজেট স্পোর্টস বাইক Kawasaki Ninja 500 কিনতে খরচ হয় ৫.২৪ লাখ টাকা।

READ MORE:  300 থেকে 500 সিসির একঝাঁক দুর্দান্ত বাইক আনছে Honda, চাপে পড়বে রয়্যাল এনফিল্ড

ওই মোটরসাইকেলে রয়েছে ৪৫১ সিসি লিকুইড কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৪৫ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। আর Ninja 300 বাইকের দাম ৩.৪৩ লাখ টাকা। এটি কোম্পানির সবথেকে সস্তা ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক। এতে ২৯৬ সিসি ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ ৩৮.৮ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। উপরোক্ত বাইকগুলিতে আলাদা অফার প্রযোজ্য। এই ছাড় ভাউচার হিসাবে পাওয়া যাবে। বিশদে জানতে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Suzuki Burgman Street: ইথানলে চলবে সুজুকির জনপ্রিয় স্কুটি, খরচ কমাতে মাইলেজ বাড়িয়ে হাজির নতুন ভার্সন | Suzuki Burgman Street e20 Fuel Version Launched

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.