ওপ্পো-ভিভো অতীত, সবথেকে কম সময়ে 36 লক্ষ স্মার্টফোন বিক্রির নজির গড়ল Redmi

Redmi K সিরিজের ফোনগুলি ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত। সাশ্রয়ী মূল্যে অসাধারণ ফিচার্স থাকার কারণে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। লেটেস্ট Redmi K80 সিরিজ গত বছরের নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। কোম্পানি এখন একটি বিবৃতিতে জানয়েছে যে তারা হোম মার্কেটে ১০০ দিনের মধ্যে ৩৬ লক্ষের বেশি এই লাইনআপের স্মার্টফোন বিক্রি করেছে। এমনকি বিক্রিবাটার নিরিখে একই সময়ের মধ্যে লঞ্চ হওয়া সমস্ত ফোনকে পিছনে ফেলে দিয়েছে রেডমির K80 সিরিজ।

Redmi K80 সিরিজ বিক্রিতে নতুন রেকর্ড গড়ল

বর্তমানে Redmi K80 সিরিজের দুটি মডেল চীনে উপলব্ধ – K80 এবং K80 Pro। শুধু ১০০ দিনে ৩৬ লক্ষ ইউনিট বিক্রি নয়, আরও একটি পরিসংখ্যান দিলে দাপট স্পষ্ট হয়ে যাবে। রেডমির দুই মডেল প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলির ছয়টি স্মার্টফোনের সম্মিলিত বিক্রিকেও টপকে গিয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, প্রথম দিনেই এই সিরিজের ৬.৬০ লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছিল। এমনকি, দশ দিনের মধ্যে এক মিলিয়ন সেলের নজির গড়েছে, যা রেডমি কে সিরিজের ইতিহাসে দ্রুততম।

READ MORE:  Huawei Hi Nova 12z Camera: ৩৬ মিনিটেই ফুল চার্জ! ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন এল বাজারে | Huawei Hi Nova 12z Launched

Redmi K80 সিরিজের স্পেসিফিকেশন

প্রথমেই বলেছি, সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্য রয়েছে রেডমি কে৮০ সিরিজে। স্ট্যান্ডার্ড মডেলটি ৬.৬৭ ইঞ্চি ওলেড ফ্ল্যাট ডিসপ্লে, ২K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, সর্বাধিক ১ টেরাবাইট অনবোর্ড স্টোরেজ, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

READ MORE:  আমজনতার জন্য খুশির খবর, Redmi A5 ও Poco C71 সস্তায় আসছে দেশের বাজারে

অন্যদিকে, কে৮০ প্রো মডেলটিতে আরও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপ, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া, উভয় স্মার্টফোনেই উন্নত এলটিপিএস ডিসপ্লে, ডিসি ডিমিং এবং আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। চীনে ২,৪৯৯ ইউয়ান থেকে দাম শুরু যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,০০০ টাকার সমান। উল্লেখ্য, এই সিরিজের ফোন রিব্র্যান্ডেড হয়ে পোকোর অধীনে ভারতে বিক্রি হয়।

READ MORE:  লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy A06 5G-এর দাম, এত সস্তা সবাই কিনতে পারবে

Scroll to Top