বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংলিশ বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের ওয়ানডেতে নেমেছে রোহিত শর্মার দল। নাগপুরের উইনিং কম্বিনেশন খানিকটা বদলে অনুশীলনে চোট পাওয়া বিরাট কোহলি ও বরুন চক্রবর্তীকে(Varun Chakaravarthy) কটকের মাঠে নামিয়েছে ম্যানেজমেন্ট। এহেন আবহে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের উইকেট ভেঙে দলকে প্রথম উপহারটা তুলে দিয়েছেন বরুণ।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
আর সেই সূত্র ধরেই অভিষেক ম্যাচে খেলোয়াড়ের প্রথম সাফল্যে পোড়া গন্ধ পাচ্ছেন সমর্থকরা। সম্প্রতি ভারতের আরেক ধুরন্ধর স্পিনার কুলদীপ যাদবকে নিয়ে জল্পনা মাত্রা ছাড়িয়ে ছিল। প্রশ্ন উঠেছিল, দুই KKR তারকার সংঘর্ষ নিয়ে। অনেকেই বলেছিলেন বরুণ চক্রবর্তীর কীর্তিতে নষ্ট হতে পারে কুলদীপের কেরিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চক্রবর্তীর প্রথম সাফল্যটাই এবার সেই সম্ভাবনায় মদত জুগিয়েছে।
অভিষেক ম্যাচেই বড় সাফল্য বরুণের
দ্বিতীয় ওয়ানডের টস ভাগ্য ভাল থাকায় নিজস্ব সিদ্ধান্তে ব্যাট করতে নামে জস বাটলারের দল। সেই পথ ধরেই ওপেনিং করতে আসেন ফিল সল্ট ও বেন ডাকেট। ভারতীয় বোলারদের ব্যাটের ঝোড়ো হাওয়া দেখিয়ে ম্যাচের শুরুটা ভাল ভাবেই করেছিল ইংল্যান্ড। তবে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর ঘূর্ণির জোর হার মানায় সল্টকে। ভাঙে প্রত্যাশিত উইকেট। বুকের বাঁদিকে যন্ত্রণা নিয়ে মাত্র 26 রানে মাঠ ছাড়েন ইংল্যান্ড তারকা। আর এই সাফল্যের পরই বরুণকে নিয়ে ভাবতে শুরু করেছে ম্যানেজমেন্ট। জল্পনা বাড়ছে সমর্থক মহলেও।
ইংল্যান্ডের বিরুদ্ধে আগুনে ফর্মে বরুণ
তামিলনাড়ুর বোলার বরুণ চক্রবর্তীর বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন তোলার সাহস নেই কারোরই। কেননা, ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টি-টোয়েন্টি সিরিজে একার হাতে 14টি উইকেট ভেঙেছেন এই KKR তারকা। আর এই পারফরমেন্স দেখার পরই আকস্মিকভাবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও তাঁকে টেনে নিয়েছে নির্বাচকরা। সেই সূত্র ধরেই টি-টোয়েন্টির পর ওয়ানডের অভিষেক ম্যাচেই সাফল্য তুলে দিলেন বরুণ।
সম্ভাবনাই সত্যি হলো?
ভারতের অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদবের সাম্প্রতিক ফর্ম প্রসঙ্গে উঠেছিল একাধিক প্রশ্ন। চোট কাটিয়ে দীর্ঘদিন পর অনুশীলনে ফিরেছিলেন কুলদীপ যাদব। আশা ছিল ভারতীয় দলে যোগ দেওয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে সেই সম্ভাবনা সত্যি হয়েছে।
দলে ফিরেছেন কুলদীপ। তবে এই ভারতীয় স্পিনারের পারফরমেন্স নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন ভক্তরা। তাঁদের সিংহভাগই মনে করেছিলেন, দলের তাবড় স্পিনার বরুণ চক্রবর্তী যে হারে নিজের দাপট দেখাতে শুরু করেছেন তাতে চক্রবর্তীর কীর্তিতে ভারতীয় দলে মর্যাদা হারাতে পারেন কুলদীপ। বলা হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের উইকেট সংখ্যা বাড়াতে না পারলে পরবর্তী ম্যাচগুলি থেকে তাঁকে সরিয়ে রেখে বরুণ চক্রবর্তীকে নামাতে পারে বোর্ড।
রবিবার সেই সম্ভাবনাই সত্যি হলো। প্রথম ওয়ানডেতে 1 উইকেট নিলেও চক্রবর্তীকে কটকের ময়দানে জায়গা দিয়ে যাদবকে বেঞ্চে বসিয়ে দিল ম্যানেজমেন্ট। ফলত, বরুণের সাফল্যে কুলদীপের কেরিয়ার নষ্ট হওয়া অথবা ম্যাচ খোয়ানোর যে প্রসঙ্গে উঠেছিল তা বর্তমানে সত্যি হতে যাচ্ছে।
উল্লেখ্য, 2020 ও 2021 IPL মরসুমে বরুণ এবং কুলদীপ দুজনেই KKR-এর হয়ে খেলেছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুই মরসুমে পারফরমেন্সের নিরিখে কুলদীপকে বসিয়ে রেখে চক্রবর্তীকে সুযোগ দিয়েছিল শাহরুখের ম্যানেজমেন্ট। যে কারণে দুই মরসুম মিলিয়ে মাত্র 5 ম্যাচে খেলার সুযোগ হয়েছিল বহু অভিজ্ঞতা সম্পন্ন স্পিনার কুলদীপ যাদবের।
আরও পড়ুন: সেমিতে উঠবে ভারত সহ এই 4 দল, ফাইনালে কারা? ভবিষ্যদ্বাণী শোয়েব আখতারের