ভারতে যে কয়েকটি তীর্থযাত্রা হয় তার মধ্যে অন্যতম হল কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। বাবা কেদারনাথের দর্শন করতে কাতারে কাতারে মানুষ রওনা দেন কেদারের উদ্দেশ্যে। তবে মাঝেমধ্যেই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেদার। প্রাণ হারিয়েছেন অনেক পুন্যার্থী।
উল্লেখ্য, শীত কাটিয়ে চলতি বছরের ২রা মে, সকাল ৭টায় প্রথমবারের মতো খুলতে চলেছে কেদারনাথ মন্দিরের দরজা। ১২ টি জ্যোতির্লিঙ্গের এর অন্যতম লিঙ্গ কেদারনাথ দর্শনের জন্য প্রতি বছর উত্তরাখণ্ডে আসেন বহু মানুষ। কিন্তু ইচ্ছে থাকলেই কেদারনাথ পৌঁছানো যায় না।
হেঁটে ওঠা ছাড়াও বর্তমান সময়ে ডুলি, ঘোড়া এমনকি হেলিকপ্টারের সুবিধা রয়েছে। যে কারণে প্রত্যেক বছরই মানুষ বাবা কেদারের দর্শনে আসেন। তবে বাবা কেদারনাথ দর্শনের আগে মাথায় রাখবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বর্ষাকালে কেদারনাথ দর্শন করার চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগ কখন নেমে আসে তা কেউ বলতে পারে না।
একইসঙ্গে বাবাকে কেদারনাথের দর্শনে গেলে আগে থেকে করতে হয় রেজিস্ট্রেশন। ওখানে গিয়েও করা যায় আবার অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়। তবে ঝামেলা ঝক্কি কম করতে হলে আগে থেকে রেজিস্ট্রেশন করে নেওয়াই শ্রেয়। উল্লেখ্য, রেজিস্ট্রেশন করার জন্য উত্তরাখন্ড ট্যুরিজ়মের অফিসিয়াল সাইটে লগইন করে কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
বাবা কেদারের দর্শনে গেলে অবশ্যই শীত বস্ত্র সঙ্গে করে নিয়ে যাবেন। পড়বেন ট্রেকিংয়ের উপযুক্ত জুতো। একই সঙ্গে উচ্চতা বৃদ্ধির কারণে শরীর যাতে ডিহাইড্রেটেড না হয়ে পড়ে তাই জন্য খেতে হবে প্রচুর পরিমাণে জল।