পুরীর মন্দির (Puri Temple ) বাঙালির কাছে ইমোশন। কোথাও একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হলেই বাঙালি ছুটে যায় পুরীতে জগন্নাথ (Jagannath ) দর্শন করতে। তবে শুধু পুরীই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করতে ছুটে আসেন মানুষজন। তবে সাম্প্রতিক সময়ে পুরীর মন্দির দর্শন করতে গিয়ে বেল সমস্যার মুখেই পড়তে হচ্ছে পুণ্যার্থীদের।
কারণ বর্তমান সময়ে ভীষণ রকম হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, সমস্যা হয় পুরীর মন্দিরে। ভক্তরা দীর্ঘদিন ধরেই নির্ঝঞ্ঝাটে পুজোর দাবি করছেন।তবে, কবে থেকে নির্বিঘ্নে জগন্নাথ দর্শন করা সম্ভব পর হবে তা এখনও স্পষ্ট জানা যায়নি। সেই মর্মে কিছু জানিয়ে উঠতে পারেনি মন্দির কর্তৃপক্ষ।
পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে পুরীর মন্দির দর্শন করতে পারেন তার জন্য কথাবার্তা চলছে, যাতে পুজো দেওয়ায় কোনও সমস্যা না হয় সেই দিকে ও নজর রাখা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এই বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন, সোমবার তা খতিয়ে দেখেছেন ওডিশার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র। এই বিষয়ে তিনি বৈঠকও সেরেছেন মন্দির কমিটির সঙ্গে। সমস্ত বিষয় খতিয়ে দেখে তারপর নয়া নিয়ম চালু করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
বয়স্ক, মহিলা, বিশেষভাবে সক্ষম মানুষ, সবার কথা চিন্তা করেই পুরীতে জগন্নাথ দর্শনে নতুন নিয়ম আনা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী জগন্নাথ মন্দিরের নাট মণ্ডপ বরাবর ছয় লেনের রাস্তা তৈরি করা হবে। পুরুষ, মহিলা, প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্য আলাদা আলাদা লেন হবে। নতুন নিয়ম অনুযায়ী, ‘সাত পহচা’ হয়ে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের। এরপর মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করা হবে ঘণ্টি দ্বার দিয়ে। আর মন্দির দর্শন শেষে গড়ুর দ্বার হয়ে বেরোবেন পুরুষ পুণ্যার্থীদের।