লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কবে থেকে মিলবে ১৮% DA, সরকারি কর্মীদের লাভই বা কত? দেখুন হিসেব

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার সরকারি কর্মীদের DA বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বিধানসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩.৮৯ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেন। বাজেট পেশ করে তিনি ঘোষণা করেন, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পেনশনভোগী সহ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৪ শতাংশ বাড়ানোর কথাও ঘোষণা করেন।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

কবে থেকে লাগু হবে নতুন ডিএ?

এই ডিএ বৃদ্ধির ফলে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মোট মহার্ঘ ভাতা ১৮ শতাংশে পৌঁছাবে। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছেন, যার জেরে আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। দীর্ঘদিন ধরেই রাস্তায় নেমে বিক্ষোভ চলছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাজেটে ডিএ বাড়ানো হবে বলে অনুমান করেছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে বুধবারই বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

READ MORE:  বন্ধ করে দেওয়া হল ডিম, চিকেন আমদানি! বার্ড ফ্লু নিয়ে কড়া নজরদারি কলকাতা পুরসভার

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থেকে এই নতুন ডিএ কার্যকর হবে? সরকার জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে এটি লাগু হবে। বাজেটে ঘোষণা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই বর্ধিত মূল্য প্রযোজ্য হবে। মূল্যস্ফীতির ক্রমবর্ধমান চাপের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে ক্রয়ক্ষমতা বাড়াতে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন কর্মীরা। যদিও রাজ্য সরকারের এখানেও সিদ্ধান্তে খুব একটা খুশি নন সরকারি কর্মীরা।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

খুশি নন একাংশ কর্মী

তারা আরো কিছুটা দিয়ে বৃদ্ধির আশা করেছিলেন। তবে সকলের সেই আশায় জল ঢেলে রাজ্য সরকার মাত্র চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘২০২০ সালে যখন ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল, তখন রাজ্য সরকারের তরফে আলাদা করে কোনও মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি। অর্থাৎ সেইসময় মহার্ঘ ভাতা শূন্য ছিল। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে প্রথম দফায় তিন শতাংশ ডিএ কার্যকর হয়েছিল। ২০২২ সালের জানুয়ারিতে রাজ্য সরকারের তরফে মহার্ঘ ভাতা বাড়ানো হয়নি বলে জানিয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক।

READ MORE:  জোর ঝটকা! ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের পাশ থেকে সরে দাঁড়াল চিন

তিনি আরও জানিয়েছেন, ২০২৩ সালের ১ মার্চ থেকে আরও তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। যে ঘোষণা বাজেটে ঘোষণা করা হয়েছিল। তারপর ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছিল। ফের বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী।

৩৯% মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি

জানলে চমকে উঠবেন রাজ্য সরকারি কর্মীরা ৩৯ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকার মাত্র ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। বুধবার বাজেট পেশের কিছুক্ষণ আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে লড়াই না করে অবিলম্বে বকেয়া ৩৯ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করুক সরকার। মনে রাখতে কর্মচারীদের বঞ্চিত করে কোনও সরকার গদিতে টিকতে পারেনি।’ যদিও সেই দাবি যে পূরণ হয়নি সেটা দেখাই যাচ্ছে।

READ MORE:  8th Pay Commission: ভালো কাজ করলে বাড়বে বেতন, নাহলে! ৮ম পে কমিশনে সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম? | If You Do Good Work, Your Salary Will Increase.
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.