লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কমদামে অজস্র ফিচার্স, ভারতে লঞ্চ হল Apple-র সবথেকে সস্তার IPhone 16e

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: iPhone প্রেমীদের জন্যে আবার সুখবর। Apple অবশেষে তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের iPhone 16e বাজারে নিয়ে এল। ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া আইফোনের এই নতুন মডেলটি iPhone 16-এর অন্তর্ভুক্ত এবং আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ একটি স্মার্টফোন। নতুন iPhone 16e-এর ফিচারগুলি সম্পর্কে জানলে হয়তো অবাক হয়ে যাবেন। 48MP ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং শক্তিশালী A18 চিপসেটের সঙ্গে এটি একটি দারুন স্মার্টফোন হতে চলেছে। তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট সহ এই ফোনটি সাদা এবং কালো রঙে পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত ফিচার এবং দাম সম্পর্কে তথ্য। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

iPhone 16e-এর স্পেসিফিকেশন এবং ডিসপ্লে 

প্রথমে যদি iPhone 16e-এর ডিসপ্লের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এই ফোনটিতে রয়েছে 6.1 ইঞ্চির Super Retina XDR OLED স্ক্রিন, যা ব্যবহারকারীদের চমৎকার ভিজুয়াল অভিজ্ঞতা দেবে। এছাড়াও এতে রয়েছে 60Hz রিফ্রেশ রেট এবং 800nits পিক ব্রাইটনেস, যা আলোর মধ্যেও ভালো ভিউ নিশ্চিত করবে। এখানেই শেষ নয়। এর পাশাপাশি ফোনটিতে Ceramic Shield স্ক্রিন প্রোটেকশন দেওয়া রয়েছে, যা ডিসপ্লেকে আরো বেশি টেকসই এবং স্ক্র্যাচ-প্রুফ করে তুলবে।

READ MORE:  সৌরভের কারখানা নিয়ে উচ্চবাচ্য নেই! BGBS নিয়ে হতাশ পশ্চিম মেদিনীপুর

ক্যামেরা সেটআপ এবং ডিজাইন

iPhone 16e-এর ক্যামেরা ফিচার সম্পর্কে জানলে হয়তো আরও অবাক হবেন। iPhone 16e-তে রয়েছে 48MP রেয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে 2x টেলিফটো লেন্স, যা চমৎকার ছবি তুলতে সাহায্য করবে। তবে বলে রাখি, এতে কোন সেকেন্ডারি ক্যামেরা নেই, যা আগের কিছু মডেলের তুলনায় সম্পূর্ণ আলাদা। সেলফি ক্যামেরার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব, এখানে রয়েছে উন্নত মানের সেলফি ও ভিডিও কলিং-এর জন্য একটি 12MP TrueDepth ফ্রন্ট ক্যামেরা। Dynamic Island-এর পরিবর্তে ফোনটিতে নচ ডিজাইনও ব্যবহার করা হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

Apple Intelligence ও নতুন টেকনোলজি

অ্যাপল এবার AI-ভিত্তিক Apple Intelligence যুক্ত করেছে এই ফোনটিতে, যা ব্যবহারকারীদের আরও উন্নত সুবিধা প্রদান করবে। এই ফোনটিতে রয়েছে ইমেজ জেনারেশন এবং ক্লিনআপ টুল, যা AI-এর সাহায্যে ছবিকে আরো নিখুঁত এবং সুন্দর করে দেবে। নতুন আপগ্রেডের ফলে Siri পরিষেবা আরও উন্নত কড়া হয়েছে, যা আগের তুলনায় আরো দ্রুত এবং কার্যকর হবে।

READ MORE:  Maruti Jimmy: এবার জাপান কাঁপাবে মেড ইন ইন্ডিয়া Maruti Jimny, তবে অন্য নামে হবে লঞ্চ | Maruti Suzuki Launching Jimny in Japan See Features

টেকসইতা ও নিরাপত্তা ফিচার

iPhone 16e-তে রয়েছে IP68 রেটিং, যা জল এবং ধুলো প্রতিরোধ করতে সুরক্ষা প্রদান করবে। এর পাশাপাশি রয়েছে Ceramic Shield, যা স্ক্র্যাচ-প্রুফ স্ক্রিন প্রোটেকশন হিসেবে কাজ করবে। এখানেই শেষ নয়। iPhone 16e-তে রয়েছে স্যাটেলাইটভিত্তিক এমার্জেন্সি SOS ফিচার। এটির মাধ্যমে মূলত ফোনে নেটওয়ার্ক না থাকলে সাহায্যের জন্যে বার্তা পাঠানো যাবে। চার্জিং-এর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো iPhone 16e-তে আগের লাইটনিং পোর্টের পরিবর্তে USB Type-C চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

READ MORE:  এখন‌ও দিয়ে উঠতে পারেনি বিদ্যুতের বিল, এর‌ইমাঝে আদানির থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাইছে বাংলাদেশ সরকার

iPhone 16e-এর বাজার দর 

অ্যাপেল তিনটি স্টোরেজ অপশনে iPhone 16e বাজারে নিয়ে এসেছে। ফোনটির প্রি-অর্ডার শুরু হবে আগামী 21শে ফেব্রুয়ারি এবং বিক্রি শুরু হবে 28শে ফেব্রুয়ারি থেকে। 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ফোনটি নিতে গেলে পড়বে 59,900/- টাকা 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ফোনটি নিতে গেলে পড়বে 69,900/- টাকা এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ফোনটি নিতে গেলে পড়বে 89,900/- টাকা। 

iPhone 16e প্রতিযোগিতামূলক দামে বাজারে এসেছে, যা সরাসরি Google Pixel 8, Samsung Galaxy S23 FE ও OnePlus 12R-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। তাই আপনি যদি সাশ্রয়ী মূল্যে iPhone 16e কিনে এই সুবিধাগুলি উপভোগ করতে চান তাহলে আগামীকাল থেকেই প্রি-অর্ডার শুরু করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.