শ্বেতা মিত্র, কলকাতা: ভারতীয় রেল একটি বিশাল নেটওয়ার্ক যা ১৬০ বছরেরও বেশি সময় ধরে চলছে। এটি দেশের পরিবহন অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সারা দেশের লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করে। ভারতীয় রেলওয়ে এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। এর নাগাল পাওয়া সাধারণ মানুষের পক্ষে মোটেও সহজ কাজ নয়। বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে কয়েক হাজার ট্রেন ছুটে চলেছে। যাইহোক, দেশজুড়ে যাতে সুষ্ঠুভাবে রেল নেটওয়ার্ক পরিচালিত হয় তার জন্য নির্লসভাবে কাজ করে চলেছে রেল। এবার রেলের নজরে শিয়ালদা ডিভিশন। এই শিয়ালদা ডিভিশনে জ্বালানি খরচ বাঁচাতে রেলের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যার দরুন উপকৃত হবেন সকলে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
শিয়ালদা ডিভিশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের
এখন নিশ্চয়ই ভাবছেন রেল কী সিদ্ধান্ত নিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। আসলে শিয়ালদা ডিভিশনের রানাঘাট স্টেশনে বড় বদল আনা হয়েছে। এই বদলের জেরে একদিকে যেমন রেল উপকৃত হবে, ঠিক তেমনই নিত্য যাত্রীদের যাতায়াত ব্যবস্থাও আরও সুগম হবে। দেরি হবে না ট্রেন চলাচলেও। মূলত শিয়ালদহ ডিভিশন রাণাঘাটে ডিজেল লোকোমোটিভের জন্য আধুনিক ফুয়েলিং পয়েন্ট চালু করল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে, এতে সময়ও বাঁচবে ও খরচও কম হবে। এই ফুয়েলিং ইনস্টলেশন রেল যাত্রার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। কিন্তু ট্রেনে ডিজেল ভরতে বেশ অনেকটা পথ পাড়ি দিতে হত। তবে আর নয়, কারণ রানাঘাটে নতুন ফুয়েল পয়েন্ট চালু করা হল।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উপকৃত হবেন রেল যাত্রীরাও
পূর্ব রেলের শিয়ালদা ডিআরএম-এর তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, আরও সুবিধাজনক জ্বালানী সরবরাহের প্রয়াসে, শিয়ালদহ বিভাগ রানাঘাটে ডিজেল লোকোমোটিভগুলির জন্য আরও একটি আধুনিক জ্বালানী পয়েন্ট চালু করেছে। পুঙ্খানুপুঙ্খভাবে ওভারহোলিং, টেস্টিং এবং ক্যালিব্রেশনের পরে – রানাঘাট ফুয়েলিং ইনস্টলেশন চালু করা হয়েছে।
জানা গিয়েছে, এর ফলে রাণাঘাটের আশপাশের ডিজেল লোকোদের আর বেলিয়াঘাটা লোকো শেড/শিয়ালদহ-তে ফুয়েলিংয়ের জন্য যেতে হবে না, যা ক্রু, ফুয়েল খরচ এবং দূরত্বকে কমাবে।
In an endeavour to provide more convenient fueling, Sealdah Division has commissioned yet another modern fueling point for Diesel Locomotives at Ranaghat. After thorough overhauling, testing and calibration – Ranaghat fuelling installation has been operationalised. pic.twitter.com/ktHmCuTSGx
— DRM Sealdah ERᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@drmsdah) March 17, 2025