কম খরচে এই ব্যবসা শুরু করুন, সারা বছর চাহিদা থাকায় মাস গেলে ১ লক্ষ টাকা আয় হবে

নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু বড় বিনিয়োগের চিন্তায় পিছিয়ে যাচ্ছেন? তাহলে আপনার জন্য দারুন একটি সুখবর। স্বল্প বিনিয়োগে শুরু করতে পারেন টিস্যু পেপার তৈরীর ব্যবসা। বর্তমান বাজারে টিস্যু পেপারের চাহিদা তুঙ্গে এবং এটি এমন একটি পণ্য যা অফিস, রেস্টুরেন্ট থেকে শুরু করে হাসপাতাল, এমনকি দৈনন্দিন জীবন, সমস্ত জায়গায় ব্যবহৃত হয়। 

সবচেয়ে ভালো ব্যাপার হল কম বিনিয়োগে এই ব্যবসা শুরু করা যায়। আর সঠিক পরিকল্পনা করে এই ব্যবসাটি চালালে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

কেন টিস্যু পেপারের ব্যবসা লাভজনক?

টিস্যু পেপারের ব্যবসা বর্তমানে লাভজনক হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। সেগুলি-

  • টিস্যু পেপারের ব্যবহারে দিনের পর দিন বেড়েই চলেছে। যার ফলে এই ব্যবসা সারা বছর সচল থাকবে।
  • মাত্র ৩.৫ লাখ টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করতে পারেন। 
  • প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় এই ব্যবসা শুরু করার জন্য সহজ শর্তে ঋণ নিতে পারবেন।
  • সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারলে কয়েক মাসের মধ্যেই আপনার বিনিয়োগের টাকা উঠে আসবে।
READ MORE:  সব শিক্ষকের ছুটি বাতিল করল রাজ্য সরকার, এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা

কত টাকা বিনিয়োগ করা লাগবে?

একটি ছোট টিস্যু পেপার ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে প্রাথমিকভাবে প্রায় ৩.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। তবে যারা অর্থের অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না, তারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আয়তায় ব্যাংক থেকে সহজ শর্তে লোন নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা শুরু করার জন্য এই ঋণ সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবেন এবং এর জন্য কোনরকম প্রসেসিং ফি বা গ্যারান্টি ফি দিতে হয় না।

READ MORE:  Amul Curd Pland: বিশ্বের বৃহত্তম দই কারখানা কলকাতায়, ৬০০ কোটি বিনিয়োগ আমূলের, হবে প্রচুর চাকরি | Amul Announce 600 Crore Investment In Kolkata

এই ব্যবসা থেকে কত লাভ হতে পারে?

বাণিজ্যিকভাবে টিস্যু পেপার তৈরি করে বছরে প্রায় ১.৫ লক্ষ কেজির পণ্য উৎপাদন করা সম্ভব। বাজারে প্রতি কেজি পেপারের দাম ৬৫ টাকা। সেই হিসাব করলে এই ব্যবসায় মোট বার্ষিক ইনকাম দাঁড়াতে পারে ৯৭.৫০ লক্ষ টাকা। সকল খরচ বাদ দিয়ে আপনার বার্ষিক নিট লাভ হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা।

বলতে গেলে প্রতি মাসে গড়ে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা মুনাফা অর্জন করা সম্ভব। ব্যবসা লাভজনক করতে হলে বড় কোম্পানির সঙ্গে সরবরাহ চুক্তি করতে হবে। যদি কোন মাল্টিন্যাশনাল কোম্পানি বা হোটেলের সঙ্গে সরবরাহের বরাত মেলে, তাহলে এই ব্যবসা আরও দ্রুত বৃদ্ধি পাবে। 

READ MORE:  দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান: Jio বনাম Airtel বনাম Vi বনাম BSNL, কোনটি বেশি লাভজনক?

কীভাবে মুদ্রা যোজনার জন্য আবেদন করবেন?

টিস্যু পেপার তৈরির ব্যবসার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় সহজ শর্তে ঋণ নিতে পারবেন। এর জন্য যেকোন সরকারি বা বেসরকারি ব্যাংকে আবেদন করা যাবে। আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল-

  • ব্যবসা প্রকল্পের রিপোর্ট,
  • আধার কার্ড এবং প্যান কার্ড, 
  • ব্যাংকের স্টেটমেন্ট, 
  • ঠিকানার প্রমাণপত্র, 
  • জিএসটি রেজিস্ট্রেশন।

তাই কম খরচে লাভজনক ব্যবসা শুরু করতে চাইলে টিস্যু পেপার তৈরীর ব্যবসা আপনার জন্য হতে পারে একটি চমৎকার বিকল্প। যেহেতু এই পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, তাই বিনিয়োগের ঝুঁকি কম হওয়ায় সঠিক পরিকল্পনা এবং প্রচারের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যবসা থেকে প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব।

Scroll to Top