লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কম দামি ফোনে নজর শাওমির, এবার সস্তায় 108MP ক্যামেরার সঙ্গে আসছে Redmi 13x 5G

Published on:

বাজারে দাপট বাড়াতে বর্তমানে এন্ট্রি লেভেল স্মার্টফোনে বিশেষ মনোযোগ দিয়েছে রেডমি। তারই ফলস্বরূপ বাজারে আসছে Redmi 13x নামে একটি বাজেট হ্যান্ডসেট। এটি জানুয়ারি মাসে GSMA টেলিকম ডাটাবেসে হাজির হয়েছিল। আর এখন খবর পাওয়া যাচ্ছে যে, ডিভাইসটি মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন ডাটাবেসে লিস্টেড হয়েছে। অর্থাৎ অফিসিয়াল লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি দাম ঘোষণা করা হতে পারে।

নতুন নামে পুরনো ফোন?

তাৎপর্যপূর্ণ বিষয় হল, Redmi 13X ফোনটির মডেল নম্বর Redmi 13 4G-এর মতোই। এমনকি SIRIM সার্টিফিকেশনেও একই মডেল নম্বরের অধীনে দুটি ফোনের নাম উল্লেখ করা হয়েছে যা নিশ্চিত করে যে দুটি ফোন মূলত একই রকম। তবে, এটাই প্রথমবার নয় যে শাওমি তাদের পুরনো ফোনকে নতুন নামে রিব্র্যান্ড করেছে। কোম্পানিটি পুরনো ফোন নতুন নামে বিক্রি করার ইতিহাস রয়েছে।

READ MORE:  Xiaomi Holi Sale Offer: Xiaomi আনল হোলি সেল, সনি ক্যামেরার সহ আসা Redmi Note 14 5G ফোনে লোভনীয় অফার | Redmi Note 14 5G Price

স্পেসিফিকেশন ও ফিচার্স কেমন

Redmi Note 11 SE ফোনটির উদাহরণ দেওয়া যেতে পারে। ২০২২ সালে ভারতে লঞ্চ হওয়া এই ফোনটি আসলে তার আগের বছরের রিব্র্যান্ডেড Redmi Note 10S ছিল। সুতরাং, Redmi 13X একই পথে হাঁটলে মোটেও অবাক করার মতো কিছু নয়। যদি জল্পনা সত্যি হয়, তাহলে রেডমির আপকামিং মডেলে ৬.৭৯ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে।

READ MORE:  আমজনতার জন্য খুশির খবর, Redmi A5 ও Poco C71 সস্তায় আসছে দেশের বাজারে

Redmi 13x ফোনে মিডিয়াটেকের Helio G91 Ultra প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত পারফরম্যান্স প্রদান করবে। রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০৩০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। শাওমি এই ফোন কবে লঞ্চ করে সেটাই এখন দেখার বিষয়।

READ MORE:  Redmi Note 14 5G ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ হল, কম দামে সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার | Redmi Note 14 5G Ivy Green Variant Launched in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.