কম দামে ইলেকট্রিক বাইক লঞ্চ করে চমকে দিল Ola, ফুল চার্জে 250 কিমির বেশি রেঞ্জ!
Ola Electric আজ ভারতে দুটি ইলেকট্রিক বাইক রিলিজ করেছে। এই মডেল দুটি হল Roadster X ও Roadster X Plus। দ্বিতীয় মোটরসাইকেলটির লঞ্চ আমরা আগেই কভার করেছি। তাই এই প্রতিবেদনে জেনে নেব Roadster X সম্পর্কে। এটি ওলার বাজেট বৈদ্যুতিক বাইক। দাম শুরু হচ্ছে ৭৫,০০০ টাকা (এক্স শোরুম) টাকা থেকে। ডেলিভারি আগামী মাস থেকে শুরু হবে। সংস্থা বুকিং নেওয়া ইতিমধ্যেই চালু করে দিয়েছে।
ওলা রোডস্টার এক্স ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার, এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ৭৫,০০০ টাকা, ৮৫,০০০ টাকা, ও ৯৫,০০০ টাকা। ব্যাটারির সর্বোচ্চ রেঞ্জ (সার্টিফায়েড) ২৫২ কিলোমিটার। এবং এটি ব্যাটারি প্যাকের উপর নির্ভর করে কমবেশি হবে। সব ব্যাটারিতে স্ট্যান্ডার্ড হিসেবে তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং অতিরিক্ত খরচ করে বাড়ানোর সুবিধা থাকছে।
ওলা রোডস্টার এক্স বৈদ্যুতিক বাইক ১১ কিলোওয়াট পিক পাওয়ার উৎপাদকারী একটি মিড-ড্রাইভ মোটর দ্বারা পরিচালিত। ২.৫ কিলোওয়াট ট্রিমের ক্ষেত্রে প্রতি ঘন্টায় সর্বাধিক গতিবেগ ১০৫ কিলোমিটার। তবে ৩.৫ কিলোওয়াট এবং ৪.৫ কিলোওয়াট ভেরিয়েন্টের জন্য টপ স্পিড ১১৮ কিলোমিটার প্রতি ঘণ্ট। হার্ডওয়্যার সেটআপের ক্ষেত্রে, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল স্প্রিং আছে। ফ্রন্টে সিঙ্গেল ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে।
এন্ট্রি-লেভেল ইলেকট্রিক মোটরবাইক হিসাবে এলেও, Ola Roadster X প্রচুর আধুনিক ফিচার্সে ভর্তি। যার মধ্যে উল্লেখযোগ্য ৪.৩ ইঞ্চি এলসিডি ড্যাশবোর্ড, ব্লুটুথ কানেক্টিভিটি, তিনটি রাইড মোড (ইকো, নরমাল এবং স্পোর্ট), রিজেনারেটিভ ব্রেকিং, ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, টায়ার প্রেসার অ্যালার্ট, জিও এবং টাইম ফেন্সিং, থেফট ফেন্সিং, প্রভৃতি। স্কুটারের মতো ওলার বাইকেও মুভওএস ৫ সফটওয়্যার বর্তমান।
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। বিশেষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শুরু হওয়ার আগেই বড়সড় নিয়ম বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board…
এক অদ্ভুত আবহাওয়া এখন বাংলা জুড়ে। বেশ ভালো গরম পড়ে গেছে। সকাল থেকে রাত দমবন্ধ…
অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোলের আগে দেশের বাজারে সোনা এবং রুপোর দামে (Gold and Silver Price)…
This website uses cookies.