কম দামে ছোট ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে OnePlus, এখন থেকেই চাপের মধ্যে অ্যাপল, স্যামসাং-রা

OnePlus একটি নতুন কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করছে যা তাদের নিজেদের দেশের সংস্থাগুলির পাশাপাশি Apple iPhone 16 ও Samsung Galaxy S25-কে-কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ফোনটি প্রথমে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে। সেখানে সাফল্য পেলে আর্ন্তজাতিক বাজারেও উপলব্ধ হতে পারে। তবে ওয়ানপ্লাস এই বিষয়ে এখনও মুখ খোলেনি। এদিকে একটি সূত্র ফোনটির ব্যাপারে বেশ কিছু চিত্তাকর্ষক তথ্য ফাঁস করেছে।

কম্প্যাক্ট ফোনে বিশাল ব্যাটারি

এক চীনা টিপস্টারের দাবি, OnePlus 13 Mini (OnePlus 13T নামেও আসতে পারে) শীঘ্রই কমপ্যাক্ট ডিজাইনের সাথে লঞ্চ হতে পারে। আকারে ছোট হওয়া সত্ত্বেও, ফোনটিতে ৬,০০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি থাকবে বলে অনুমান করা হচ্ছে। খবর সত্য হলে, এটি Galaxy S25-এর মতো মডেলকে সহজেই টেক্কা দেবে, যা মাত্র ৪,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

READ MORE:  Samsung Galaxy F06 5G Launched: রেডমি-রিয়েলমিদের খেলা শেষ, 10 হাজারের মধ্যে অনবদ্য 5G ফোন লঞ্চ করল Samsung | Samsung Galaxy F06 5G Price

দাম কম রাখা হবে

OnePlus 13 Mini জনপ্রিয় হয়ে ওঠার আরেকটি কারণ হতে পারে এর দাম। ওই টিপস্টারের দাবি, আসন্ন কমপ্যাক্ট ফ্ল্যাগশিপটি বাজারে উপলব্ধ অন্যতম সস্তা Snapdragon 8 Elite প্রসেসর চালিত স্মার্টফোন হবে। এটি Xiaomi 15 এর মতো কম্প্যাক্ট ফ্ল্যাগশিপের থেকেও সাশ্রয়ী মূল্যে আসতে পারে। তবে দামের দিক থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক করে তুলতে গিয়ে ফিচার্সে কিছু কাটছাঁট করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

READ MORE:  ১০ হাজার টাকা ডিসকাউন্ট, iPhone 16 প্রথমবার অনেক সস্তায় কিনুন

আসন্ন Samsung Galaxy S25 Edge-এর পিছনে যেমন মাত্র দুটি ক্যামেরা আছে, তেমনই OnePlus 13 Mini ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে। এটি প্রথম ডাউনগ্রেড হবে বলে অনুমান করা হচ্ছে৷ অন্যদিকে, OnePlus 13 আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ উপলব্ধ। যেখানে নতুন কমপ্যাক্ট ফোনটিতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে। নতুন মিনি ভেরিয়েন্ট সম্পর্কে খুব শীঘ্রই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

READ MORE:  ৭ হাজার টাকার কমে Redmi সহ সেরা তিন স্মার্টফোন, পাবেন ১২ জিবি র‌্যাম সহ বড় ব্যাটারি | Best Smartphone Under 7000 Rupees

Scroll to Top