লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কম দামে সেরা ফিচার্স, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসছে Tecno Pova 6 5G

Published on:

Tecno তাদের জনপ্রিয় Pova 6 সিরিজের পঞ্চম মডেল আনতে চলেছে, যার নাম Pova 6 5G। এটি মাঝারি মানের স্পেসিফিকেশন সহ বাজেট-সচেতন ক্রেতাদের লক্ষ্য করে বাজারে আনা হচ্ছে। ফোনটির বিশেষত্ব হবে ক্যামেরা। কারণ সোশ্যাল মিডিয়াতে Tecno Pova 6 5G-তে থাকা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা টিজ করা হয়েছে, যা ৩x অপটিক্যাল জুম অফার করবে।

Pova 6 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যমেরা থাকছে। তবে প্রাইমারি ছাড়া বাকি দুই সেন্সরের স্পেসিফিকেশন এখনও অজানা। ফোনে ডাইনামিক পোর্ট ২.০ সহ ১২০ হার্টজ ডিসপ্লে থাকবে। এতে কাস্টমাইজেবল নোটিফিকেশন ইন্টারফেস এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। এফসিসি লিস্টিং ডিভাইসটিতে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম + ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের উপস্থিতি নিশ্চিত করেছে।

READ MORE:  সামনে ৫০ মেগাপিক্সেল এবং পিছনে ১০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ হাজার টাকা দাম কমলো এই 5G ফোনের

টেকনো পোভা ৬ ৫জি পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি অফার করবে। আবার ফাঁস হওয়া সার্টিফিকেশন থেকে জানা গিয়েছে যে, এতে এনএফসি সমর্থন থাকবে। এই ফিচার বাজেট সেগমেন্টে খুব একটা দেখা যায় না। অন্যদিকে, গুগল প্লে কনসোল নিশ্চিত করেছে যে ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৪ প্রি-ইনস্টলড থাকবে। খুব সম্ভবত মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার হতে দেখা যেতে পারে এতে।

READ MORE:  Infinix Note 50X বনাম Realme P3: ১৫ হাজার টাকার মধ্যে কোন ফোনটি কেনা উচিত! রইল তুলনা | Best Smartphone Under 15000 Rupees

টেকনো পোভা ৬ ৫জি সাদা এবং কালো রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। তবে এখনও মূল্য বা লঞ্চের তারিখ প্রকাশ করেনি সংস্থা। এটি প্রথমে কলম্বিয়ার বাজারে উপলব্ধ হবে তারপর গ্লোবাল লঞ্চ হতে পারে। উল্লেখ্য, পূর্বসূরি টেকনো পোভা ৫ এবং পোভা ৫ প্রো ২০২৩ সালের আগস্টে ভারতে প্রকাশ হয়েছিল। দাম রাখা হয়েছিল যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১৪,৯৯৯ টাকা।

READ MORE:  ২৭ হাজার টাকা ডিসকাউন্ট, সবচেয়ে সস্তা এই ফোল্ডেবল ফোনে আছে সেরা ফিচার সহ দুর্দান্ত ক্যামেরা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.