কয়েকশো হোমগার্ড নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ, জারি নিয়োগ বিজ্ঞপ্তি

কলকাতা পুলিশের জন্য এবার বড়সড় নিয়োগের ঘোষণা করল রাজ্য। লালবাজার থেকে পাঠানো প্রস্তাবে নবান্ন এবার সবুজ সংকেত দিয়েছে। এর ফলে শতাধিক নয়, বরং ৫০০ জন হোমগার্ড নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে এই পদক্ষেপের মাধ্যমে।

এই নিয়োগের আওতায় কলকাতার যুব সমাজের মধ্যে উচ্ছ্বাস ভরে উঠেছে। কারণ এর ফলে একদিকে যেমন নতুন চাকরির সন্ধান তৈরি হবে। তেমনই কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও আরো শক্তিশালী হয়ে উঠবে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অর্ধবর্ষের শুরুতেই, এমনটা জানিয়েছে লালবাজার।

READ MORE:  সিভিক ভলান্টিয়ারদের জন্য রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত, এবার মিলবে ১ লক্ষ টাকা

সিভিক ভলান্টিয়ারদের জন্য নিয়োগের বিশেষ নিয়ম

এই নিয়োগ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ১০% পদ সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। অর্থাৎ, ৪৫০ জন নতুন ফ্রেশার্স নিয়োগ করা হবে, আর ৫০ জন নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ারদের মধ্য থেকে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটি দারুন একটি সুযোগ হতে চলেছে। 

এই নিয়োগের ফলে তারা পুলিশ বিভাগে ভালো ভবিষ্যৎ গড়তে পারবে। রাজ্য সরকার ইতিমধ্যেই সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি, বোনাস ও বিভিন্ন ভাতা সংক্রান্ত ঘোষণা করেছে। এবার তাদের জন্য আরও বড় সুযোগ আসতে চলেছে।

READ MORE:  ২৪ ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণের টাকা, এই কাজ না করলে টাকা পাবেন না

নিয়োগ প্রক্রিয়া কেমন হবে?

কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা এই নিয়োগের জন্য একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবে বলে জানিয়েছে। তবে শুধু কমিটি নয়, প্রার্থীদের একটি ৬০ নম্বরের লিখিত পরীক্ষাও দিতে হবে। তবে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রশিক্ষণ দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পরেই হোমগার্ড পদে নিয়োগ করা হবে।

কেন এত নিয়োগ করা হচ্ছে?

কলকাতা পুলিশের দায়িত্ব দিনের পর দিন বেড়ে চলেছে। সম্প্রতি ভাঙ্গড় অঞ্চলকেও কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। ফলে পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। এখন কলকাতা পুলিশের আওতাধীন এলাকা ৩২৪ বর্গকিলোমিটার থেকে বেড়ে ৫৩০ বর্গকিলোমিটার হয়ে গেছে। এই বিশাল এলাকার নিরাপত্তা বজায় রাখতে আরো বেশি পরিমাণে হোমগার্ড নিয়োগ করার প্রয়োজনীয়তা পড়ছে।

READ MORE:  LIC Kanyadan Policy: মেয়ের বয়স ২৫ হলেই পাবেন ২২.৫ লক্ষ টাকা, LIC এবার আনল সেরা স্কিম | Life Insurance Corporation Policy For Girl Child

আবেদনকারীদের জন্য বড় সুযোগ

এই নিয়োগের ফলে রাজ্যের বহু বেকার যুবক-যুবতীর সামনে চাকরির দরজা খুলে যেতে পারে। বিশেষ করে যারা পুলিশ বিভাগে কাজ করতে আগ্রহী তাদের জন্য হতে চলেছে এটি একটি দারুণ সুযোগ। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে এই নিয়োগের ফলে কলকাতা পুলিশের কার্যকারিতা আরো শক্তিশালী হবে।

Scroll to Top