কয়েক মিনিটের শর্ট ফিল্মে পেয়ে যাবেন ভরপুর ঘনিষ্ঠতা, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

আজকালকার দিনে শর্ট ফিল্মের একটা দারুন জনপ্রিয়তা তৈরি হয়েছে সারা ভারতে। ভারতের বহু কনটেন্ট ক্রিয়েটার এখন সাধারণ ভ্লগ ও ভিডিও বাদ দিয়ে এই ধরনের শর্ট ফিল্ম তৈরি করছেন। আজকের দিনে এই ধরনের শর্ট ফিল্মের ব্যাপক জনপ্রিয় একটা বাজার তৈরি হয়েছে। আগেকার দিনে এই ধরনের শর্ট ফিল্মের বেশি ভালো বাজার ছিলনা। সেই সময় কয়েকটা শুধু শর্ট ফিল্ম তৈরি হতো। কিন্তু, এখন বাংলা, হিন্দি, ও অন্যান্য ভারতীয় ভাষাতেও এই ধরনের একাধিক শর্ট ফিল্ম তৈরি হচ্ছে। গোটা বিশ্বজুড়ে নানান ভাষায় এই ধরনের শর্ট ফিল্ম আপনারা এখন দেখতে পাচ্ছেন। স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখতে কম সময় লাগে এবং এই ধরনের শর্ট ফিল্মে আপনারা দুর্দান্ত গল্প পেয়ে যান। ফলে সব মিলিয়ে গ্রাহকদের জন্য এটা একটা দুর্দান্ত ডিল।

READ MORE:  Neem Phooler Madhu: 'বাবুউউ'র বিয়ে হতেই শেষের পথে 'নিম ফুলের মধু', অন্য কোন সিরিয়াল আনছে ZEE Bangla? | Neem Phooler Madhu might be ending soon rumours on social media

ইউটিউবে এখন বহু মানুষ এই ধরনের শর্ট ফিল্ম দেখতে পছন্দ করেন। তবে এখনকার দিনে কিন্তু বিনোদনের মাপকাঠিটা একটুখানি পরিবর্তন হয়েছে। এখনকার দিনে কিন্তু এডাল্ট ওয়েব সিরিজ এবং এডাল্ট শর্ট ফিল্মের একটা ভালো বাজার তৈরি হয়েছে। এই কারণে এখন অ্যাডাল্ট শর্ট ফিল্ম তৈরি করার দিকে অনেকেই ঝুঁকতে শুরু করেছেন। বিশেষ করে বলতে গেলে, শর্ট ফিল্মের বাজারে এখন অ্যাডাল্ট শর্ট ফিল্ম বেশি জনপ্রিয়তা পেয়ে থাকে। বহু মানুষ ইউটিউবে এই ধরনের শর্ট ফিল্ম দেখতে পছন্দ করেন। এই ধরনের শর্ট ফিল্মে ভালো কিছু গল্প আপনাদের জন্য নিয়ে আসেন এই ছবির মেকাররা। সম্প্রতি ইউটিউবে একটি নতুন শর্ট ফিল্ম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এই শর্ট ফিল্মের নাম দেওয়া হয়েছে প্রেম নিবেদন।

READ MORE:  আমজাদ নয়, শোলের গব্বরের চরিত্রে প্রথম অফার কে পেয়েছিলেন জানেন?

এই শর্ট ফিল্ম এর নামের মতই গল্পে আপনারা পরতে পরতে ভরপুর রোমান্স পেয়ে যাবেন। শরীর গরম করে দেওয়ার মতো ঘনিষ্ঠতা রয়েছে এই শর্ট ফিল্মে। একান্ত বসে কানে হেডফোন গুঁজে তারপরে এই শর্ট ফিল্ম আপনি দেখতে পারেন। সবার সামনে কিন্তু এই ধরনের শর্ট ফিল্ম আপনি দেখতে পাবেন না। বাংলা ভাষার এই শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে ইউটিউবে। ব্লু বার্ড চ্যানেল থেকে এই শর্ট ফিল্ম নিয়ে আসা হয়েছে দর্শকদের জন্য। এই শর্ট ফিল্মের প্রতি সেকেন্ডে এমন কিছু দৃশ্য রয়েছে যা আপনার শরীর গরম করে দেবে। এখনো পর্যন্ত ৩৩ হাজার মানুষ এই শর্ট ফিল্ম দেখে ফেলেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই শর্ট ফিল্ম।

READ MORE:  মারণ রোগ ক্যান্সার থাবা বসিয়েছে শরীরে, শরীরের লড়াই সামলে এবার বিয়ের পিঁড়িতে হিনা খান! পাত্র কে?

Scroll to Top