কলকাতায় এবার নতুন ধামাকা, গৌতম গম্ভীরের জায়গায় মেন্টর হলেন ক্যারিবিয়ান তারকা

আইপিএলের মেগা মরশুম শুরু হতে আর কয়েক মাস বাকি। ইতিমধ্যে গোটা ক্রিকেট বিশ্বের চোখ পড়েছে আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজির উপর। কোন দল কোন ক্রিকেটারদের রির্টেন করছে কিংবা কোন তারকা ক্রিকেটারকে কোচ হিসেবে বেছে নিচ্ছে, তা নিয়ে মাথা ব্যথার অন্ত নেই ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স শিবির নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে নাইট ভক্তরা। গতবার আইপিএলের শিরোপা ঘরে ঢুকলেও আসন্ন মরশুম নিয়ে ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টাররা।

READ MORE:  4500 Crore T20 League: IPL বাচ্চা, এবার ৪৫০০ কোটির ক্রিকেট T20 লিগ আনছে সৌদি আরব! কবে থেকে খেলা? | Saudi Arabia Bringing New League Like IPL

গতবার মেন্টর গৌতম গম্ভীরের প্রচেষ্টায় শিরোপা ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে কিছুদিন আগে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গৌতম গাম্ভীর। ফলে নিজেদের চাম্পিয়ন মেন্টরকে হারিয়ে রীতিমত দুশ্চিন্তায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা। আসন্ন আইপিএলের মেগা আসরে কার অধীনে কলকাতা নাইট রাইডার্স সফলতা অর্জন করবে, তা নিয়ে চিন্তার অন্ত নেই ভক্তদের। অবশ্যই সেই দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়েছে আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স।

READ MORE:  India Vs Pakistan: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সময়? জানুন আজ দুবাইতে কখন শুরু হবে মহারণ | ICC Champions Trophy

এদিন কলকাতা নাইট রাইডার্স শিবিরে তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আসন্ন মরশুমে তাদের দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন কে। এদিন কলকাতা নাইট রাইডার্স শিবিরের অফিসিয়াল টুইট হ্যান্ডেল থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে মেন্টরের দায়িত্ব পালন করবেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো। গৌতম গাম্ভীরের জায়গায় তাকেই নিয়োগ করেছে কলকাতা নাইট রাইডার্স শিবির। এদিকে এক ভিডিও বার্তায় চ্যাম্পিয়ন ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো জানিয়েছেন,”করবো-লড়বো-জিতবো”।

READ MORE:  IPL 2011: ৫ মিনিটে ৪০০ মেসেজ, KKR থেকে গাঙ্গুলিকে বাদ দিতেই বিপত্তি! জানুন নাইট শিবিরের অজানা গল্প | When Kolkata Knight Riders Did Not Retain Sourav Ganguly

Scroll to Top