দেবী শেঠি
ভারতবর্ষের বিখ্যাত চিকিৎসকের নাম জিজ্ঞাসা করলে অনেকেই একটি নাম বলে উঠতে পারেন দেবী শেঠি। ৭১ বছর বয়সী এই চিকিৎসক ভারতবর্ষের সেলিব্রিটি ডাক্তার। দেশ-বিদেশের নামি দামি ব্যক্তিত্বদের চিকিৎসা করে থাকেন তিনি। একইসঙ্গে অত্যন্ত ভালো মনের এক মানুষ তিনি। যারা তাকে কাছ থেকে দেখেছেন তাদের কথায় তিনি ভগবান।
বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ তিনি। উপমহাদেশের শ্রেষ্ঠ। তার রোগীর তালিকায় ছিলেন স্বয়ং মাদার টেরেসা। ১৯৮৪ সালে হদরোগে আক্রান্ত হন মাদার টেরেসা। সে সময় তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন দেবী শেঠি। মাদারের জীবনের শেষ পাঁচ বছর তার ব্যক্তিগত চিকিৎসক হয়ে কাটিয়েছেন দেবী শেঠি। ব্যাঙ্গালোরের বিখ্যাত নারয়না ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সাইন্সের প্রতিষ্ঠাতা তিনি। আর এবার তিনি উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষদের সুস্থ করার। নিউ টাউনে হতে চলেছে ১১০০ শয্যা বিশিষ্ট দেশের অন্যতম বড় মাল্টি সুপার হসপিটাল।
গরিব মানুষদের চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে এই হাসপাতাল বলে জানা গেছে। মাদার টেরেসাই দেবী শেঠীকে গরিবদের বাঁচানোর জন্য উদ্বুদ্ধ করেছিলেন। ইতিমধ্যেই বুধবার এই হাসপাতালের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া জমিতে দেবীর শেঠির নারায়ণা হৃদয়ালয় এই হাসপাতালটি তৈরি করছে। এর মূল হাসপাতালটি ব্যাঙ্গালোরে।
বুধবার এই হাসপাতালের শিলান্যাস করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাকে হেলথ সিটি করার জন্য তিনি ধন্যবাদ জানান দেবী শেঠিকে। জানা গেছে এই হাসপাতালে, প্রথম ফেজে ৫০০ টি শয্যা, এবং দ্বিতীয় ফেজে ৬০০ টি শয্যা থাকবে। অর্থাৎ সব মিলিয়ে মোট ১১০০ বেডের বিরাট হাসপাতাল হবে এটি।
নতুন হাসপাতালের জন্য প্রায় ১০ হাজার কর্মসংস্থান হতে চলেছে বাংলায়। হাসপাতালের জন্য লগ্নি করা হয়েছে । ১৫০০ কোটি টাকা। নারায়না হেলথের ৩০টির বেশি শাখা হাসপাতাল রয়েছে ভারত জুড়ে। ভারতবর্ষের গর্ব দেবী শেঠি। পদ্মশ্রী, পদ্মভূষণের মতো সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। টাইম ম্যাগাজিনে স্বাস্থ্যসেবায় সবচেয়ে প্রভাবশালী ৫০ জন ব্যক্তির মধ্যে নাম রয়েছে তার। জানা যায় তার সম্পত্তির পরিমাণ ৯ হাজার ৮০০ কোটি টাকা।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.