কলেজে পাত্তাই দিত না, ৩৭ বছর পর কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া 'ক্রাশ'কে খুঁজে পেলেন দমকল কর্মী
আমরা এখনো আকছার কারর সঙ্গে কারর খুব বেশি মিল খুঁজে পেলে বলি, তারা কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া ভাই-বোন। অর্থাৎ কুম্ভের মেলায় হারিয়ে যাওয়ার একটা ট্রাডিশন তো রয়েছেই। আবার কুম্ভের মেলা কিন্তু প্রচুর হারিয়ে যাওয়া মানুষকে মিলিয়ে দিতেও পারে। সাম্প্রতিক সময়ে আমরা তার প্রচুর উদাহরণ পেয়েছি।
গতকাল মহা শিবরাত্রিতে শেষ হয়েছে মহা কুম্ভের মেলা। চলতি বছরের মহাকুম্ভ ছিল বিশেষ। ১৪৪ বছর পর আসা মহাকুম্ভ যোগ ছিল অত্যন্ত পুণ্য। আর সেই কারণেই এই বছর মহা কুম্ভের মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। ৬০ কোটিরও বেশি মানুষ এই বছর মহা কুম্ভের মেলায় এসেছিলেন পুণ্য অর্জন করতে।
একইসঙ্গে এই বছরের মহাকুম্ভ ছিল ঘটনা বহুল। মৃত্যু, দুর্ঘটনা, মানুষের ভাইরাল হওয়া কী না কী ঘটেনি এই বছর! আর এবার সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে আরও একটি মন জিতে নেওয়া ঘটনার ভিডিও। কী সেই ভিডিও? ৩৭ বছর পর নিজের কলেজের ক্রাশকে খুঁজে পেলেন এক দমকলকর্মী।
https://twitter.com/Swami_65/status/1894599243677274494?ref_src=twsrc%5Etfw” target=”_blank” rel=”noopener
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মী সঞ্জীব তাঁর পুরনো বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সবার। সেখানেই তিনি বলছেন, ও আমার সহপাঠী রশ্মি। ১৯৮৮ সালে কলেজে একসঙ্গে পড়তাম। ও এখন লখনউয়ের একটি কলেজের শিক্ষক আর আমি একজন দমকলকর্মী, প্রায় ৩৭ বছর পর আবার মহাকুম্ভ মেলায় আমাদের দেখা হল। সেই সময় ওই মহিলা সহাস্য মুখে দাঁড়িয়ে।
তখন শিক্ষিকা ওই মহিলাকে বলতে শোনা যায়, কলেজে পড়ার সময় সঞ্জীব ভীষণ কম কথা বলত। কিন্তু এখন ও সম্পূর্ণ বদলে গেছে। সাধারণ মানুষের জন্য কাজ করছে ও। আমি ভীষণ খুশি ওর সঙ্গে দেখা হয়ে। যদিও পুরনো বন্ধুর কথা শুনে সঞ্জীবের গলায় অভিমান। তিনি বলেন রশ্মি আর ওর বন্ধুরা আমার সঙ্গে খুবই কম কথা বলত। তখন তো পাত্তাই দিত না। এখন এইসব কথা বলছে।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.