লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে সুখবর, তড়িঘড়ি কাজ শেষ করতে বিরাট পদক্ষেপ নিল নবান্ন

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েকদিন ধরেই কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) তৈরির কাজ চলছে। পুরোদমে চলছে সেই কাজ। অধিকাংশ এলাকায় রাস্তা তৈরি হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র কয়েকটি এলাকায় চলছে কাজ। তবে শুধু রাস্তা নির্মাণ নয়, নজর রাখা হচ্ছে উন্নত নিকাশি পরিকাঠামোর উপরেও। আসলে বৃষ্টি হলেই পানিহাটি, ভাটপাড়া, নৈহাটির রাজেন্দ্রপুর জংশন, মুড়াগাছা জংশন থেকে ঘোলা বাজার সহ বেশ কয়েকটি এলাকায় জল জমার সমস্যা রয়েছে। অল্প বৃষ্টিতেই রীতিমত রাস্তা থেকে জল গড়িয়ে গিয়ে উপচে পড়ে দু’পাশের এলাকাগুলিতে। জল সহজে নামতে চায় না, যার ফলে নানা সমস্যার সৃষ্টি হয়। তবে এবার সেই সমস্যা পাকাপাকিভাবে শেষ করতে চলেছে রাজ্য সরকার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বৈঠকে উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভার প্লাটিনাম জুবিলি মেমোরিয়াল হলে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী পুলক রায়, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ সংশ্লিষ্ট এলাকার বিধায়করা। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিক ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদ্বী। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল উন্নত নিকাশি পরিকাঠামো তৈরির পাশাপাশি এলাকার জলাশয়গুলির জলধারণ ক্ষমতা বৃদ্ধির করা। যেহেতু ওই সকল এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের, তাই সেই সমস্যার সমাধানে তৎপর প্রশাসন।

READ MORE:  পাকিস্তান, বাংলাদেশ নয়! দেউলিয়া হওয়ার পথে ভারতের আরেক প্রতিবেশী, সতর্ক করল IMF

চলতি বছরেই শেষ হবে কাজ

এছাড়াও এই বৈঠকে রাস্তার জমা জল দ্রুত নামানোর জন্য মোটর পাম্প বসানোর কথাও উঠে এসেছে আলোচনায়। কীভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা যায় কম সময় তা নিয়ে দীর্ঘক্ষণ চলে এই আলোচনা। এইমুহুর্তে বেশ কয়েকটি ভাগে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছে। আশা করা যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগ সহ এই প্রকল্পের কাজ চলতি বছরেই এর কাজ শেষ হবে বলে ধরে নেওয়া হচ্ছে। তবে হুগলি-কল্যাণী সংযোগকারী ঈশ্বরগুপ্ত সেতু তৈরির জন্য কিছু বেশি সময় লাগবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানা যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাজ সম্পূর্ণ শেষ হলে সেখানে আলোর ব্যবস্থা করা হবে। আপাতত দুটি ভাগে কাজ চলছে। প্রথম ভাগে চলছে নিমতা থেকে মুড়াগাছা সাড়ে চার কিলোমিটার এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগকারী এলিভেটেড করিডরের কাজ। অন্যদিকে দ্বিতীয় ভাগে চলছে মুড়াগাছা থেকে কাঁপা পর্যন্ত ৩০.৪৯ কিলোমিটার রাস্তা তৈরি। উল্লেখযোগ্য বিষয় হল রাস্তা তৈরির কাজ শেষ হলে কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী এইমস পৌঁছতে লাগবে মাত্র ৪৫ মিনিট।

READ MORE:  একসঙ্গে ১০টা রুটি বানানো যায় প্রেসার কুকারে, এই উপায় জানলে মুশকিল আসান
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.