কাউন্টারের লম্বা লাইনে টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস? নিত্যযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের যাতায়াতের সবথেকে বড় মাধ্যমের নাম অবশ্যই রেল। প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ভারতবাসীর নিত্যযাত্রার ক্ষেত্রে প্রধান ভরসা লোকাল ট্রেন। এই ট্রেন যদি কোনও দিনও বন্ধ হয়ে যায় তাহলে স্তব্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত।
তবে লোকাল ট্রেনে যাতায়াতের জন্য টিকিটের লাইনও পড়ে দীর্ঘ। ছোট ছোট রেল স্টেশন হোক বা জংশন স্টেশন কখনও কখনও রেলস্টেশন পেরিয়ে যায় লাইন। এর ফলে ট্রেন মিস হয়ে যায় অনেকের। আবার অনেকেই বিনা টিকিটে উঠে পড়েন ট্রেনে। আর এবার এই সমস্যা দূরীকরণে উদ্যোগী হলো রেল।
এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হয়েছ শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ বিভাগে যাত্রীদের জন্য অটোমেটিক টিকেট ভেন্ডিং মেশিন ও UTS মোবাইল অ্যাপের ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছে রেল। এই ব্যাপারে চালু করা হয়েছে সচেতনতা অভিযান।
উল্লেখ্য, এই প্রচেষ্টার অংশ হিসেবে ইতিমধ্যেই শিয়ালদহ-বনগাঁ শাখার বাণিজ্যিক বিভাগ এক বিশেষ প্রচারাভিযান চালু করেছে। উল্লেখ্য , অটোমেটিক ভেন্ডিং মেশিন ব্যবহারের অনেকগুলি সুবিধা। এর ফলে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমে। দ্রুত ও সহজে টিকিট কাটা যায়। যাত্রীরা নিজেরাই নিজেদের গন্তব্য নির্বাচন করে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
UTS মোবাইল অ্যাপ ব্যবহার করাও যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। আর এই সচেতনতা অভিযানে UTS মোবাইল অ্যাপ ব্যবহার করে লাইভ ডেমোনস্ট্রেশন। অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে যাত্রীদের অবগত করা হচ্ছে।
প্রীতি পোদ্দার, হায়দরাবাদ: দেশে বেকারত্বের সমস্যা যেন দিনে দিনে বেড়েই চলেছে। সারাদিনে দু’টাকা রোজগার করতে…
TVS মোটর কোম্পানির প্রথম অ্যাডভেঞ্চার বাইক, Apache RTX লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সংস্থা…
রেলযাত্রীদের জন্য দুর্দান্ত খবর! এবার সকলেই এসি লোকাল ট্রেনে চড়ার সুযোগ পাবেন, তাও একদম পকেট-ফ্রেন্ডলি…
প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি প্রকল্পে বরাদ্দ টাকা দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ঝামেলা লেগেই রয়েছে।…
প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তেই এবার ব্যাপক গরম দেখা গেল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। মার্চ…
Honda তাদের বিগউইং (BigWing) ডিলারশিপ থেকে বিক্রিত প্রিমিয়াম মোটরসাইকেলগুলির উপর ১০,০০০ টাকা ছাড় ঘোষণা করেছে।…
This website uses cookies.