কিছুদিন পরই বছরের প্রথম সূর্যগ্রহণ, এই ৭ রাশির জাতক-জাতিকারা হয়ে যান সাবধান

 

বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। আর এই সূর্যগ্রহণকে ঘিরে সকলের মধ্যে এক আলাদাই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি কি এখনো জানেন না যে কবে হবে ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ? তাহলে আপনাকে জানিয়ে রাখি, আগামী ৮ এপ্রিল হতে চলেছে প্রথম সূর্যগ্রহণ।

এদিকে এই গ্রহণ নিয়ে বড় দাবি করেছেন জ্যোতিষীরা। এই সূর্যগ্রহণের ভালোরকম প্রভাব বেশ কিছু রাশির ওপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই গ্রহণ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আজোরেস, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগর থেকে দৃশ্যমান হবে। ভারতীয় মান সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত ৯টা ১২ মিনিটে এবং রাত ২টা ২২ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ।

READ MORE:  Lottery Horoscope Of February: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘুরবে ভাগ্যের চাকা! লটারিতে মালামাল হবে এই ৫ রাশি | February Lottery Yog

যাইহোক, আপনার রাশির ওপর এই গ্রহণের প্রভাব পড়বে না তো? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। জানা গিয়েছে, এই সূর্যগ্রহণের প্রভাব মোট ৭ রাশির ওপর পড়বে।

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য এই গ্রহণ আর্থিক সমস্যা বয়ে আনবে। কোনো কিছু নিয়ে রেগে থাকতে পারেন মেষ রাশির জাতক-জাতিকারা।

READ MORE:  শুক্রের রাজকীয় চালে মালামাল হতে চলেছে এই ৫ রাশি, খারাপ সময় কাটিয়ে উড়বে টাকার ফোয়ার

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকারা সংক্রামক রোগের প্রভাবে পড়তে পারেন। এছাড়াও, নার্ভাসনেস, ভয় এবং অস্থিরতা অনুভব করবেন জাতকরা।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। ব্যবসার মনযোগ দিন, নইলে আপনারই ক্ষতি হতে পারে।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন।

বৃশ্চিক রাশি

এই গ্রহণ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সুভাগ্যে বাধা সৃষ্টি করবে। হওয়া কাজ আপনাদের খারাপ হতে পারে।

READ MORE:  Daily Horoscope- মা কালীর কৃপায় সাফল্যের সিঁড়ি চড়বে এই ৫ রাশি, রইল আজকের রাশিফল, ৪ঠা মার্চ | Ajker Rashifal 4 March

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, নইলে বিপদে পড়বেন। টাকা খরচ করার প্রবণতা কমাতে হবে।

মীন রাশি

মীন রাশিতে গ্রহণ হয়, তাই মীন রাশির জাতকদের সবচেয়ে বেশি যত্নবান হওয়া দরকার এই সময়ে ,
স্বাস্থ্যের যত্ন নিন এবং কোথাও বিনিয়োগ করা উচিত নয়।

Scroll to Top