কুম্ভের মেলায় মালা বেচতে গিয়ে ভাইরাল মোনালিসা! বলিউডে পা দিয়ে কত টাকা চাইলেন?

চলতি বছরের মহাকুম্ভ মেলা প্রচন্ড পরিমাণেই ঘটনা বহুল। একের পর এক ঘটনা ঘটে চলেছে এই মেলাকে ঘিরে। বলা যায় বর্তমান সময়ে খবরের আখড়া হয়ে উঠেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ। আর হবে নাই বা কেন ভারতবর্ষের সবথেকে বড় মেলা বসেছে বলে কথা!

না এই মেলা সেই মেলা নয় এই মেলা পাপ ধুয়ে পূণ্য অর্জনের। কাতারে কাতারে মানুষের ভিড় এই মেলায়। এই মেলায় রয়েছে মৃত্যুর হাতছানি পুণ্যের লোভ। আর রয়েছে ইন্টারনেটে সৌজন্যে ভাইরাল হয়ে যাওয়া কিছু মানুষ। কখন‌ও সেটা আইআইটিয়ান বাবা কখন‌ও বা বানজারা কন্যা মোনালিসা।

READ MORE:  লাল টুকটুকে শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী, দর্শকরা বললেন

যার চোখের চাহনি মুখের জ্যোতিতে মুগ্ধ নেটপাড়া। মহাকুম্ভের মেলায় মালা বেচতে গিয়ে ভাইরাল হয়েছেন তিনি। আর এখন বিমানে চেপে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন। তিনি মোনালিসা ভোঁসলে। কিছুদিনের মধ্যে বলিউডে বা পড়তে চলেছে তার।

জানা গেছে, ইতিমধ্যেই পড়াশোনা শেখাও শুরু করে দিয়েছেন। পরিচালক সানোজ মিশ্রর হাত ধরে সিনেমা দুনিয়ায় পা রাখবেন তিনি। বলিউড যখন তাহলে প্রথম প্রশ্ন আসতেই পারে সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন মোনালিসা? আর সেখানে বিরাট বড় দাঁও মেরেছেন এই ভাইরাল তারকা। কোনরকম অভিনয়ের গুন ছাড়াই বিরাট পরিমাণ অর্থ পাচ্ছেন তিনি।

READ MORE:  Target Rating Point: গীতা-ফুলকিদের ভিড়ে ছক্কা হাঁকাচ্ছে পারুল, কে হল নতুন বেঙ্গল টপার? দেখুন টাটকা TRP তালিকা | 30th Jan Bengali Serial TRP List Parineeta Become Bengal Topper See Complete TRP List

এটা কত টাকা পাচ্ছেন? জানা গেছে প্রথম ছবির জন্য নাকি ২১ লক্ষ টাকা পেতে চলেছেন এই ভাইরাল কন্যা। ইতিমধ্যেই নাকি হাতে এক লক্ষ টাকা পেয়েও গেছেন। যদিও এই বিষয়ে এখনও খোলাখুলি কোন‌ও কথা বলেনি পরিচালক। ইন্দোরের অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মেয়ে মোনালিসা। নিজের বোনেদের সঙ্গে নিয়ে মহাকুম্ভে মালা বেচতে এসেছিলেন। আর ব্যাস সেখান থেকেই কপাল খুলল যদিও তিনি কুম্ভে স্নান করেছিলেন কিনা জানা নেই!

READ MORE:  যেতে পারেননি প্রয়াগরাজের মহাকুম্ভে? চলে যান বাংলার এই স্থানে, কোথায় কখন জেনে নিন

 

Scroll to Top