কৃষিবিজ্ঞান নিয়োগ বোর্ডে প্রচুর চাকরি, যেকোনো জেলা থেকে করুন আবেদন
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি উচ্চমানের একটি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। সম্প্রতি কৃষিবিজ্ঞান নিয়োগ বোর্ডের (ASRB) তরফ থেকে প্রচুর শূন্যপদে স্টাফ নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে চাকরি পেলেই দেওয়া হবে মোটা অঙ্কের মাইনে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদগুলিতে আবেদন করতে পারবে।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস (ARS), সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (SMS) এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার (STO) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে যদি কথা বলি, তাহলে এখানে মোট ৫৮২টি শূন্যপদ পাওয়া যাচ্ছে। যেখানে ARS পদে ৪৫৮টি শূন্যপদ থাকছে, SMS পদে ৪১টি শূন্যপদ থাকছে এবং STO পদে ৮৩টি শূন্যপদ থাকছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করতে হবে। তবে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (SMS) এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার (STO) পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করতে হবে।
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে বয়স হিসাব করতে হবে ১লা জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়স ছাড় পাবে।
যারা এখানে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) সর্বপ্রথম কৃষিবিজ্ঞান নিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এবার “ASRB Combined Examination 2025” লিঙ্কে ক্লিক করুন।
৩) এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৪) এরপর নির্ধারিত আবেদন ফরমটি নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৬) এরপর নির্ধারিত আবেদন ফি পরিশোধ করুন।
৭) এরপর আবেদন জমা দিন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন শুরু হবে আগামী ২২শে এপ্রিল, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ২১শে মে, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET-2025), প্রিলিমিনারি পরীক্ষা, মূল পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তবে জানিয়ে রাখি, পরীক্ষাগুলি হবে কম্পিউটার ভিত্তিক এবং MCQ পদ্ধতিতে।
অফিসিয়াল ওয়েবসাইট- ASRB Official Website
অফিসিয়াল নোটিশ- ASRB Official Notification
সম্প্রতি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদন দিয়েছে…
এবার ধীর চার্জিং সমস্যার সম্মুখীন Redmi Note 13 এবং Note 12S ফোন ব্যবহারকারীরা। তারা অভিযোগ…
ডুকাটি অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেল ভারতে লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ হাওড়া স্টেশন (Howrah Station) ভারতের অন্যতম ব্যস্ততম একটি রেল স্টেশন। প্রতিদিন হাজার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL মরসুমে লিগ শিল্ড ঘরে তুলে এখন কাপ জেতাই লক্ষ্য হয়ে…
পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের জন্য বোনাস বৃদ্ধির (Bonus Hike) ঘোষণা করেছে। তবে, সমস্ত কর্মচারী এই…
This website uses cookies.