লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কেউ দেয়নি দর! একদা KKR, টিম ইন্ডিয়ার হয়ে মাঠ কাঁপানো প্লেয়ার চললেন অন্য দেশে খেলতে

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত IPL অকশনে তাঁকে দলে নেয়নি কোনও ফ্রাঞ্চাইজি। তবে তা সত্ত্বেও রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ময়দান গরম করেছেন ভারতের অন্যতম ধুরন্ধর অলরাউন্ডার তথা একসময়ের নাইট তারকা শার্দুল ঠাকুর (Shardul Thakur)।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সূত্রের খবর, আসন্ন IPL মরসুমে কোনও দলেই ঠাঁই না হওয়ায় অবশেষে বিদেশে গিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় তারকা। হ্যাঁ, 2025 IPL চলাকালীন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি। মুম্বই বনাম বিদর্ভ রঞ্জি ট্রফি সেমিফাইনালের মাঝেই শার্দুলের সাথে চুক্তির কথা ঘোষণা করেছে ইংল্যান্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। শোনা যাচ্ছে, এই ক্লাবের হয়েই ইংল্যান্ডে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলবেন তিনি।

এসেক্সের হয়ে মাঠে নামবেন শার্দুল

চলতি বছরের IPL মরসুমে 10 ফ্রাঞ্চাইজির কোনও দলেই জায়গা না হওয়ায় এবার আর দেশে থাকা হচ্ছে না তার। সূত্র বলছে, মঙ্গলবার এসেক্স কাউন্টি ক্লাবের তরফে শার্দুল ঠাকুরের সাথে চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী 4 এপ্রিল থেকে শুরু হবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই এসেক্সের হয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে মাঠে নামবেন শার্দুল। সূত্র বলছে, ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে এই দলের হয়ে প্রথমবারের জন্য খেলবেন ভারতীয় তারকা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সুযোগ হওয়ায় উচ্ছ্বসিত শার্দুল

বর্তমানে মুম্বই বনাম বিদর্ভের সেমিফাইনাল ম্যাচ নিয়ে ব্যস্ত রয়েছেন ঠাকুর। আর সেই চরম ব্যস্ততার মাঝেই কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন তিনি। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কাউন্টিতে খেলার ইচ্ছেটা বহুদিন ধরেই ছিল প্রাক্তন নাইট তারকার। চলতি বছর রঞ্জি ট্রফিতে সেমিফাইনালে ওঠার আগে 439 রান ও 34টি উইকেট নেওয়া শার্দুল জানিয়েছেন, আগামী গ্রীষ্মে এসেক্সের হয়ে খেলতে পারব।

ব্যাপারটা ভাবলেই কেমন যেন উত্তেজিত হয়ে যাচ্ছি। নতুন করে নিজের দক্ষতা ও প্রতিভা মেলে ধরার সুযোগ পেলাম। ঠাকুর বলেন, কাউন্টি ক্রিকেটে খেলার ইচ্ছা আমার বহুদিনের। অবশেষে সেই সুযোগটা পেয়েছি। এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ইংলিশদের হয়ে খেলতে পারবো জেনে যথেষ্ট খুশি আমি।

READ MORE:  KKR 3 Weakness And Strength: শ্রেয়সকে হারিয়ে চাপে KKR, জেনে নিন নাইট রাইডার্সের ৩ শক্তি ও দুর্বলতা | Kolkata Knight Riders In IPL 2025

শার্দুলকে পেয়ে খুশি এসেক্স কর্তৃপক্ষ

ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে সে দেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার ইচ্ছা পূরণ হওয়ায় তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর। তবে মঙ্গলবার ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটে শার্দুলের জায়গা পাকা হওয়ায় খেলোয়াড়ের পাশাপাশি খুশি এসেক্স কর্তৃপক্ষও। সম্প্রতি শার্দুল প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছেন, শার্দুল ঠাকুরকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি।

READ MORE:  Virat Kohli: সম্পর্কে চিড়! এবার বিচ্ছেদ বিরাটের? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তোলপাড় ভারতীয় ক্রিকেট | Social Media Post Over Virat Kohli And Jay Shah

ওর উপস্থিতিতে আমাদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে। ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তোলার জায়গা নেই। শার্দুল যেহেতু একজন ভাল অলরাউন্ডার তাই বোলিং আক্রমণের পাশাপাশি দলের ব্যাটিং গভীরতাও বাড়বে। চলতি রঞ্জি মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে ও, আশা করছি কাউন্টি ক্রিকেটেও এই একই ফর্ম ধরে রাখতে পারবে। এই মুহূর্তে আমরা শার্দুলকে দলে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি।

ভারতীয় দলে ফেরার সুযোগ রয়েছে শার্দুলের?

2023 সালে শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলকে সঙ্গ দিয়েছিলেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তবে তারপর আর জাতীয় দলে ফেরা হয়নি। সম্প্রতি ভারতের জার্সি গায়ে টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন ঠাকুর। আগামী জুনে 5 টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারতীয় দল। মনে করা হচ্ছে, সদ্য সুযোগ পাওয়া কাউন্টি ক্রিকেটে ভাল পারফর্ম করতে পারলে জাতীয় দলে ঢোকার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে IPL 2025 মরসুমের উপেক্ষিত খেলোয়াড় শার্দুল ঠাকুরের জন্য।

অবশ্যই পড়ুন: কোর্টে ঝটকা খেল ইস্টবেঙ্গল

কলকাতার হয়ে মাঠ কাঁপিয়েছেন শার্দুল!

2015 সালে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হাত ধরে IPL কেরিয়ারে হাতে খড়ি হওয়া শার্দুল ঠাকুরকে 2023 মরসুমের জন্য আমান খানের সাথে অদল বদল করে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। সেবার 10.75 কোটির বিনিময়ে শাহরুখের দল পেয়েছিলেন ঠাকুর। কলকাতা ছাড়াও দিল্লি ক্যাপিটাল, রাইজিং পুনে সুপার জায়েন্টস, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ঠাকুর। তবে দুঃখের বিষয়, 2025 IPL মরসুমে তাঁর দিকে ফিরেও তাকায়নি কোনও দল।

READ MORE:  সড়কপথে মেঘালয়ের সঙ্গে কলকাতার দূরত্ব কমবে ৭০০ কিমি! নতুন আর্থিক করিডোরের ভাবনা
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.