কেনার কথা ভাবলে বেশি দেরি নয়, এপ্রিল থেকেই গাড়ির দাম বাড়াচ্ছে টাটা-মারুতিরা
ভারতের অন্যতম বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী, টাটা মোটরস (Tata Motors) দেশে বিক্রিত তাদের গাড়ি এবং এসইউভির দাম বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে। পয়লা এপ্রিল থেকেই সংস্থাটির বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে হ্যাচব্যাক, সেডান ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের নতুন মূল্য কার্যকর হবে। উল্লেখ্য, দেশে বিক্রিত বাণিজ্যিক যানবাহনের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরই, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
বাণিজ্যিক গাড়ি যেমন বাস ও ট্রাকের দাম ২ শতাংশ পর্যন্ত বাড়লেও, প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে দাম বৃদ্ধির পরিমাণ এখনও জানায়নি টাটা। ক্রমবর্ধমান ইনপুট খরচ এবং মুদ্রাস্ফীতি সামাল দিতে ব্র্যান্ডটি গাড়ির দাম আংশিকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মূল্য এবং মডেলের উপর নির্ভর করে এই মূল্যবৃদ্ধির পরিমাণ পরিবর্তিত হবে।
জানিয়ে রাখি, ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো ব্র্যান্ডটি তাডের গাড়ির দাম বাড়িয়েছে। নতুন বছর শুরু হওয়ার আগে যাত্রীবাহী যানবাহনের দাম ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। টাটা মোটরস বর্তমানে ভারতের বাজারে টিয়াগো, টিগর, পাঞ্চ, নেক্সন, কার্ভ, হ্যারিয়ার এবং সাফারির মতো মডেল বিক্রি করে। অন্যদিকে, তাদের ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারী শাখার ঝুলিতে টিয়াগো ইভি, টিগর ইভি, পাঞ্চ ইভি, নেক্সন ইভি এবং কার্ভ ইভির মতো মডেল রয়েছে।
চলতি বছরের মাঝামাঝি সময়ে টাটা আরও একটি ইলেকট্রিক এসইউভি, হ্যারিয়ার ইভি বাজার আনার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, টাটার আগে মারুতি সুজুকি দেশে বিক্রি হওয়া সমস্ত গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। মডেল ও ভেরিয়েন্ট অনুযায়ী দাম ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। নতুন দাম আগামী মাস থেকে কার্যকর হতে চলেছে।
অনেকেই নিজের একটা ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি সমস্যা হয়ে দাঁড়ায়। হাতে যদি অল্প…
বাজেট স্মার্টফোন সেগমেন্টে ফিচার ও ডিজাইনের সঠিক ভারসাম্য দিচ্ছে OnePlus Nord CE4 Lite। এই স্মার্টফোনে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের ইন্টারনেট ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এলন মাস্কের কোম্পানি…
শ্বেতা মিত্র, কলকাতা: কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল বড় খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন বোলার (Wicket Taker)? এমন প্রশ্ন সমর্থক…
গত ১১ মার্চ ভারতে লঞ্চ হয়েছে Xiaomi 15 সিরিজ। আর আজ থেকে শুরু হল এই…
This website uses cookies.