প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি প্রকল্পে বরাদ্দ টাকা দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ঝামেলা লেগেই রয়েছে। বারংবার অনুদানের বরাদ্দ অর্থ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠানো হলেও মেলেনি কোনো সদুত্তর। বদলে মিলে প্রত্যাখান। যার দরুন কেন্দ্র এবং রাজ্যের সংঘাত বরাবর রয়েই গিয়েছে। আর এই আবহে এবার কেন্দ্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করল রাজ্য সরকার। বাংলার স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্র (ESI Hospital in WB) নিয়ে নেওয়া হল এক দারুণ উদ্যোগ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
প্রস্তাবে সায় রাজ্যের
ESI পরিচালন পর্ষদ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ে তৈরি হতে চলেছে অত্যাধুনিক চারটি ESI হাসপাতাল। অনেকদিন আগেই হাসপাতাল নির্মাণ নিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার সেই প্রস্তাবে সবরকমের সাহায্য দেবে রাজ্য সরকার। আর প্রস্তাবে সম্মতি মিলতেই এবার বাংলার স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রকে উন্নত করতে পরিকল্পনা শুরু হয়ে গেল। জানা গিয়েছে এই হাসপাতালগুলিতে রোগীরা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পরিষেবা পাবেন।
১০০ শয্যার হাসপাতাল চালু হতে চলেছে বঙ্গে!
নবান্ন সূত্রে খবর, ESI পরিচালন পর্ষদের সদস্য এসপি তিওয়ারি এই বিষয়ে জানিয়েছেন যে, আগামী কয়েক মাসের মধ্যে দার্জিলিং এবং হলদিয়ায় দু’টি ১০০ শয্যার হাসপাতাল চালু হতে চলেছে। এবং মিলবে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে এবং উত্তর ২৪ পরগনার গড় শ্যামনগরে হবে বাকি দু’টি হাসপাতাল। আশা করা যাচ্ছে দুই মেদিনীপুরে এবং উত্তর ২৪ পরগনায় নয়া তিন ESI হাসপাতাল হলে দক্ষিণবঙ্গের রোগীরা সহজেই চিকিৎসা পরিষেবা পাবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ইতিমধ্যেই নদিয়ার কল্যাণীতে এইমস এখন তৈরি করা হয়ে গিয়েছে। যা পুরোদমে চালু হয়ে গিয়েছে। স্বাস্থ্য কর্তাদের দাবি, দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় প্রস্তাবিত ইএসআই হাসপাতাল চালু হলে অসংখ্য মানুষের উপকার হবে। এখনও পর্যন্ত সারা দেশে ESI পরিচালিত ১৬০টি হাসপাতাল আছে। তার মধ্যে আটটি সাধারণ হাসপাতাল এবং দু’টি দন্তচিকিৎসার হাসপাতাল আছে। আর সেখানে ডাক্তারির কোর্স চালু রয়েছে। সেগুলিতেই এবার চালু হবে প্যারামেডিক্যাল কোর্স।