কেন্দ্র চালু করলো নতুন প্রকল্প, প্রত্যেকে পাবে ৩০,০০০/- টাকার ক্রেডিট কার্ড

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবারও একটি নতুন প্রকল্প আনল কেন্দ্র সরকার। এবার রাস্তার বিক্রেতাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে, যা তাদের ব্যবসার প্রসারের সাহায্য করবে। চলুন এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

কী এই প্রকল্প?

২০২০ সালে কেন্দ্রীয় গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রক ছোট ব্যবসায়ীদের জন্য PM SVANidhi যোজনা চালু করেছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কোভিড-১৯ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো। রাস্তার বিক্রেতা এবং ছোট দোকানদারদেরকে স্বনির্ভর করে তোলার জন্য কম সুদে ঋণ প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। 

READ MORE:  RBI New 100, 200 Rupee Note: বাজারে ১০০, ২০০ টাকার নতুন নোট আনছে RBI, পুরনোগুলো সব বাতিল? | Reserve Bank Of India New Note

এই প্রকল্পে নতুন সংযোজন হিসেবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫ সালের বাজেট ঘোষণায় রাস্তার বিক্রেতাদের জন্য বিশেষ ক্রেডিট কার্ডের ঘোষণা করেছে। এই কার্ডের মাধ্যমে ব্যবসায়ীরা ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। 

কীভাবে পাবেন ঋণ?

PM SVANidhi প্রকল্পের অধীনে তিনটি ধাপে ঋণ প্রদান করা হয়। সেগুলি হল-

  • প্রথম কিস্তিতে ১২ মাসের জন্য সর্বাধিক ১০,০০০/- টাকা ঋণ দেওয়া হয়। 
  • দ্বিতীয় কিস্তিতে ১৮ মাসের জন্য সর্বাধিক ২০,০০০/- টাকা ঋণ দেওয়া হয়। 
  • তৃতীয় কিস্তিতে ৩৬ মাসের জন্য সর্বাধিক ৩০,০০০/- টাকা ঋণ দেওয়া হয়। 

বাড়তি সুবিধা

যদি কোন ব্যবসায়ী সময়মত ঋণ পরিশোধ করে দেন, তাহলে তারা পরবর্তীতে আরও বেশি পরিমাণে ঋণ পাওয়ার সুযোগ পান। এছাড়াও ৭% বার্ষিক সুদে ভর্তুকি পাওয়া যায় এবং সময়মতো ঋণ পরিশোধ করলে ১২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হয়।

READ MORE:  JioCoin কী, কীভাবে বিনামূল্যে পাবেন? কোথায় কেনা ও বেচা যাবে? জানুন সবকিছু

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। সেগুলি হল-

  • ২৪শে মার্চ, ২০২০ বা তার আগে শহরাঞ্চলের রাস্তায় ব্যবসা শুরু করেছেন এমন ব্যক্তিরা আবেদন করতে পারবে।
  • ফল, শাকসবজি, পোশাক, রেডি টু ইট খাবার বিক্রেতারা আবেদন করতে পারবে। 
  • নাপিত, লন্ড্রি এবং ছোট পরিষেবা প্রদানকারী ব্যবসায়ীরাও এখানে আবেদন করতে পারবে। 
  • যাদের বিক্রয়ের শংসাপত্র নেই তারা স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবে।
READ MORE:  ডিজিটাল লেনদেনে রাজত্ব করছে ফোনপে, জানুয়ারিতে ৮.১ বিলিয়ন লেনদেন করে বিশ্ব রেকর্ড

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করার জন্য pmsvanidhi.mohua.org.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমেও সহজে এই প্রকল্পে আবেদন করা যায়। তবে এক্ষেত্রে বলে রাখি, আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। 

PM SVANidhi যোজনা শুধুমাত্র আর্থিক সাহায্যই করছে না, বরং দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ীকে স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিচ্ছে। তাই কেন্দ্রের এই পদক্ষেপের ফলে রাস্তার বিক্রেতারা আর্থিক দিক থেকে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং তাদের ব্যবসার প্রতি আরো মনোযোগ বাড়বে।

Scroll to Top