কোটি কোটি গ্রাহককে চিন্তায় ফেলে দিল SBI, অনেকটাই কমালো সুদের হার
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে রাখলে সুদ বাড়বে, এই বিশ্বাস নিয়ে অনেকেই এফডির দিকে ঝোঁকেন। তবে এবার সেই বিশ্বাসে কিছুটা ভাঙ্গন দাঁড়ালো দেশের সবথেকে বড় রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হ্যাঁ, সম্প্রতি এই ব্যাংকের তরফ থেকে এফডিতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঘোষনার পর দেশ জুড়ে লক্ষ্য লক্ষ্য গ্রাহকের কপালে যেন এক কথায় চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে।
ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ই এপ্রিল, ২০২৫ থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হবে। অর্থাৎ, এই তারিখের পর যারা নতুন এফডি করবে অথবা পুরনো এফডি রিনিউ করবে, তাদেরকে নতুন হারে সুদ দেওয়া হবে।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ১ থেকে ৩ বছর মেয়াদী এফডির ক্ষেত্রে সুদ কমানো হয়েছে ১০ বেসিস পয়েন্ট বা ০.১০%। আর এটি সাধারণ গ্রাহক বা প্রবীণ নাগরিক, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
শুধু সুদের হার কমানো নয়, বরং স্টেট ব্যাঙ্ক নতুন একটি স্কিমও চালু করেছে। যার নাম অমৃত বৃষ্টি এফডি স্কিম। আর এটি একটি সীমিত সময়ের জন্যই উপলব্ধ থাকবে এবং বিশেষ হারে সুদ দেওয়া হবে। তবে এই স্কিমের সম্পর্কে বিস্তারিত তথ্য এসবিআই এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বর্তমান দিনে দাঁড়িয়ে যেখানে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, সেখানে মানুষের সঞ্চয়ের মূল আশা ফিক্সড ডিপোজিট। কিন্তু সুদ কমলে মানুষ তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন। বিশেষ করে যারা রিটায়ারমেন্টের পরে এফডি এর সুদের হারের উপর নির্ভর করে জীবনযাপন করতেন, তাদের জন্য এটি একটি বড়সড় ধাক্কা।
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির (SSC) ২০১৬ সালের নিয়োগ প্যানেল…
সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার মাছপ্রেমীদের কাছে ইলিশ (Ilish) মাছের এক আলাদাই ইমোশনের জায়গা। ইলিশ মাছের…
প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে শিল্প এবং বাণিজ্য নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে একেবারে দুঃসময় কাটাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগে ব্যর্থতার…
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতেই বেশ মনোরম আবহাওয়া রাজ্যে। চৈত্রের সেই বদ্ধ ভ্যাপসা গরম (Weather…
সরকারি কর্মচারীদের জন্য জারি হল নতুন নির্দেশিকা। নির্ধারিত সময়ের মধ্যে KYC (Know Your Customer) আপডেট…
This website uses cookies.