কোনও থার্ড পার্টি অ্যাপ ছাড়া এক ক্লিকেই দেখুন WhatsApp-র ডিলিট হওয়া মেসেজ
আপনি কাউকে মেসেজ ভুল করে পাঠিয়ে দিয়ে ডিলিট (Delete Message) করে দিলেন। এবার হয়তো ভাবছেন যে, কেউ আর মেসেজটি দেখতে পাবেন না। কিন্তু জানেন কি, চুপিচুপি একটি উপায় রয়েছে, যার মাধ্যমে সেই ডিলিট হওয়া মেসেজ দেখে ফেলা সম্ভব। এমনকি প্লে-স্টোর থেকে কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেও।
ভাবছেন কীভাবে? আসলে এমন একটি সহজ সেটিং রয়েছে, যা একবার চালু করলেই আপনার ফোনে থেকে যাবে সমস্ত মেসেজের অ্যাক্সেস। আর এমনকি ডিলিট হয়ে যাওয়া মেসেজ। কিন্তু কীভাবে চালু করবেন এই সেটিংস? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয় ফিচারটি মূলত সেই সময়ই কাজে লাগে, যখন আপনি ভুল করে কারো কাছে মেসেজ পাঠিয়ে ফেলেন এবং দ্রুত সেটি মুছে ফেলতে চান। আর এতে আপনি যাকে মেসেজ পাঠিয়েছেন, সেও মেসেজটি দেখতে পায় না এবং আপনিও পাবেন না। কিন্তু প্রযুক্তির একটি সবথেকে বড় মজা হল, মেসেজ মুছে ফেললেও সেই মেসেজ দেখা যায়। আর এখানেই থাকছে চমক।
আসলে এই ফিচারটি অ্যান্ড্রয়েড ১১ এবং তার পরবর্তী ভার্সনেই কাজ করে। অর্থাৎ আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী কোনো ভার্সন থাকে, তাহলেই আপনি একমাত্র এই সুবিধা পাবেন। সেটিংসটি চালু করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
ব্যাস, এইটুকু কাজ করলেই আপনার ফোনে যত নোটিফিকেশন আসবে, সবকিছু জমা পড়ে যাবে নোটিফিকেশন হিস্টোরিতে। এমনকি হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজও দেখতে পাবেন আপনি।
তবে হ্যাঁ, এক্ষেত্রে জানিয়ে রাখি, শুধুমাত্র টেক্সট মেসেজই দেখা যাবে। কোন ছবি, ভিডিও বা ভয়েস মেসেজ দেখা যাবে না। অর্থাৎ, যদি কেউ টেক্সট মেসেজ লিখে ডিলিট করে দেয়, সেগুলিই একমাত্র দেখতে পাবেন।
সব থেকে বড় ব্যাপার হল, এই পদ্ধতিতে কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। ফলে আপনার ফোনের গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে বজায় থাকবে। অনেক সময় প্লে-স্টোরের কিছু অ্যাপ ডিলিট করা মেসেজ রিকভার করে দিতে পারে। কিন্তু সেই অ্যাপে ডেটা চুরি বা বিজ্ঞাপনের ঝামেলা থাকে। তাই এই টিপসটিকে আজই কাজে লাগান এবং দেখুন ডিলেট হওয়া সমস্ত মেসেজ।
গরমের দাপটে শরীর ঠান্ডা রাখতে তরমুজের (Watermelon) জুড়ি মেলা ভার। প্রায় ৯০ শতাংশ জল থাকা…
ওপ্পো তাদের নতুন স্মার্টফোন সিরিজ, Oppo Reno 14 লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে বেশ…
মে মাসে ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একাধিক ছুটি রয়েছে। এই মাসে মোট ১২…
OnePlus শীঘ্রই ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13s লঞ্চ করতে চলেছে। চীনে সম্প্রতি লঞ্চ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছিল পাকিস্তান! পশ্চিম দিকের দেশ থেকে…
প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ২০১৬ সালের এসএসসি-র (SSC) গোটা প্যানেল বাদ পরে যাওয়ায় চাকরিহারা হয়ে…
This website uses cookies.