কোন ধাতু দিয়ে, কোথায় তৈরি হয় ভারতরত্ন? দেশের সর্বোচ্চ সম্মানের‌ সঙ্গে যোগ রয়েছে বাংলার! জানেন?

ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন (Bharat Ratna)। বিশেষ কাজে কৃতিত্ব দেখানোর জন্য ভারতবর্ষের বিশেষ নাগরিকরা এই সম্মানে ভূষিত হন। এই সম্মান বহুমূল্য, বিরল। নিজেদের পেশায় চূড়ান্ত সাফল্যের নজির হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে সম্মান তুলে দেওয়া হয় নাগরিকদের হাতে।

ভারতরত্ন দেখতে কেমন হয় তার ছবি হয়ত সোশ্যাল মাধ্যম ঘাটলেই পেয়ে যাবেন। কিন্তু জানেন কি এই ভারতরত্ন কোন ধাতু দিয়ে তৈরি হয়? সোনা রুপো? আজ্ঞে না! কারাই বা তৈরি করেন ভারতরত্ন? সেই তথ্য‌ও অজানা অনেকের কাছেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

READ MORE:  বাড়ি তৈরির অনুমোদন ফি অর্ধেক, শহরেও আবাস প্রকল্প! কলকাতা পুরসভার বাজেটে চমক

উল্লেখ্য, ভারতরত্ন তৈরি করা হয় তামা দিয়ে। এটি দৈর্ঘ্যে থাকে ৫.৮ সেমি, প্রস্থ থাকে ৪.৭ সেমি। ভারতরত্নে যে পিপুল গাছের ছবি থাকে সেই গাছের পাতাটি তৈরি করা হয় প্ল্যাটিনাম থেকে। এর নিচে লেখা থাকে ভারতরত্ন। পুরস্কারের পিছনে থাকে একটি অশোকস্তম্ভ। তার ঠিক নিচে লেখা থাকে সত্যমেব জয়তে।

READ MORE:  Petrol Diesel Price Today: প্রায় ১ টাকা বাড়ল পেট্রলের দাম, আজ ডিজেলের রেট কত? | Petrol And Diesel Fuel Price Today
ভারতরত্ন

জানেন কি ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান থেকে শুরু করে পদ্মশ্রী, মহাবীর চক্র কোথায় তৈরি হয়? জানলে অবাক হবেন এই সমস্ত পদক তৈরি হয় শহর কলকাতায়। মধ্যে কলকাতার দক্ষ করিগররা এই সম্মানকে তৈরি করে থাকেন। উল্লেখ্য, ১৭৫৭ সাল থেকে কলকাতা মিন্টের পক্ষ থেকে এই ভারতরত্ন তৈরি করা হয়। এছাড়াও পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পরম বীর চক্রের মত পদক তৈরি করে চলেছে কলকাতা মিন্ট। এই সমস্ত পদক তৈরি হওয়ার পর তা পাড়ি দেয় দিল্লিতে। সেখান থেকেই ভারতের রাষ্ট্রপতি তা তুলে দেন যোগ্য মানুষদের হাতে।‌

READ MORE:  অনেকটাই কমল কাঁচা তেলের দাম, কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের মূল্য কত?

 

Scroll to Top