কোর্টে মামলা লড়ে ১০ বছরে ৪০০ কোটি টাকার বেশি খরচ সরকারের
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট হোক কিংবা হাইকোর্ট দেশের একাধিক মামলায় যুক্তি থাকে কেন্দ্রীয় সরকার। অনেক মামলায় কেন্দ্র শুরুর দিকে সরাসরি যুক্ত না থাকলেও পরে মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রয়োজন বোধ করলে আদালত সরকারপক্ষকে যুক্ত করার নির্দেশ দেয়। ভুরি ভুরি মামলা রয়েছে এমন। আর এই মামলা লড়ার জন্য খসাতে হয় লক্ষ লক্ষ টাকা। সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাই কোর্টে এমন প্রচুর মামলা রয়েছে। পাশাপাশি অনেক জনস্বার্থ মামলাতেও সরকারপক্ষকে যুক্ত করা হয়ে থাকে। তবে সম্প্রতি এই মামলার খরচ নিয়ে এক বিস্ফারিত তথ্য প্রকাশ্যে এল। বিভিন্ন আদালতে মামলা লড়তে গিয়ে কেন্দ্রীয় সরকারের (Central Government of India) প্রায় ৪০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।
জনপ্রিয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে ২০১৪-‘১৫ সাল নাগাদ আদালতে কেন্দ্রের মামলা লড়ার ক্ষেত্রে খরচের পরিমাণ ছিল ২৬.৬৪ কোটি টাকা। সেই খরচের পরিমাণ পরের বছরে ২০১৫-‘১৬ সালে বেড়ে দাঁড়ায় ৩৭.৪৩ কোটি টাকায়। তবে বর্তমানে ১০ বছর পর সেই খরচের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৪০৯ কোটি টাকারও বেশি। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই রীতিমত অবাক সকলে। এদিকে ২০২৩-‘২৪ অর্থবর্ষে মামলা-মকদ্দমা লড়তে কেন্দ্রীয় সরকার এর কোষাগার থেকে খরচ হয়েছে ৬৬ কোটি টাকা। তার আগের অর্থবর্ষের থেকে যা ৯ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। কিন্তু চলতি অর্থবর্ষে বাড়তি টাকার পরিমাণ দেখে রীতিমত মাথায় হাত।
কিছুদিন আগে সংসদের বাজেট অধিবেশনের সময়ে রাজ্যসভায় কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানিয়েছে যে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন প্রায় সাত লক্ষ মামলায় যুক্ত রয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে প্রায় দুই লক্ষ মামলায় যুক্ত রয়েছে কেবল অর্থ মন্ত্রক। দিনের পর দিন মামলার পিছনে অত্যাধিক খরচের পরিমাণ যেন বেড়েই চলেছে। তাই এই সমস্যা দূর করতে মামলা লড়ার জন্য জাতীয় স্তরে একটি নীতি প্রণয়ন করার পরিকল্পনা করছে কেন্দ্র।
আর পড়ুনঃ মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে কলকাতা, আগামীকাল এক লাইনে দেখা যাবে ৭ গ্রহ! জানুন সময়
জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই জাতীয় স্তরে নীতি প্রণয়ন বিচারাধীন মামলাগুলিতে আরও গতি আনার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই প্রস্তাবিত ওই নীতির খসড়া তৈরি হয়ে গিয়েছে। আগামী দিনে সেটি মন্ত্রিসভায় পেশ করে সকলের মতামত জানা যাবে। তারপরেই পরিকল্পনা মাফিক এই নীতি প্রয়োগ করা হবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.