কোলকাতা পুলিশ কনস্টেবলের সিলেবাস

কোলকাতা পুলিশ কনস্টেবল পদে প্রতিবছরই নিয়োগ করা হয়। কোলকাতার কনস্টেবল পদে পরীক্ষার জন্য পুলিশ রিকুটমেন্ট বোর্ড সিলেবাস ঠিক করে।

আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কোলকাতা কনস্টেবল পুলিশের বিস্তারিত সিলেবাস সম্পর্কে। তাই চলুন দেখে নিই পুরো বিস্তারিত সিলেবাস সম্পর্কে।

পরীক্ষার পদ্ধতিঃ

  • কলকাতা কনস্টেবল পুলিশের প্রিলি পরীক্ষা অফলাইনে
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • প্রশ্ন দুটি ভাষায় হবে, যথা- বাংলা ও নেপালি।
READ MORE:  উচ্চ মাধ্যমিকের আগে WBCHSE-এর কড়া সিদ্ধান্ত, এই ভুল করলেই দিতে হবে ১০০০ টাকা জরিমানা

প্রিলিমিনারি পরীক্ষাঃ

  • কলকাতা কনস্টেবল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা অফলাইনে হয়।
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • প্রতিটি প্রশ্নের চারটি করে অফশন থাকবে।
  • মোট প্রশ্ন ১০০ টি হবে।
  • প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১ করে।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • চারটি ভূল হলে ১ নম্বর (১/৪) কাটা যাবে।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

বিষয় নম্বর
সাধারণ জ্ঞান (General Awareness and General Knowledge) 40
গণিত (Elementary Mathematics-Madhyamik standard) 30
Reasoning (GI) 30
মোট 100

মেইন পরীক্ষাঃ

  • কলকাতা কনস্টেবল পুলিশের মেইন পরীক্ষা অফলাইনে হয়।
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • প্রতিটি প্রশ্নের চারটি করে অফশন থাকবে।
  • মোট প্রশ্ন ৮৫ টি হবে।
  • প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১ করে।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • চারটি ভূল হলে ১ নম্বর (১/৪) কাটা যাবে।
READ MORE:  রাজ্য সরকার চালু করল সহানুভূতি স্কলারশিপ! মিলবে মোটা অঙ্কের টাকা, কারা আবেদন করতে পারবে?

মেইন পরীক্ষার সিলেবাস

বিষয় নম্বর
সাধারণ জ্ঞান (General Awareness and General Knowledge) 25
ইংরেজি (English) 10
গণিত (Elementary Mathematics-Madhyamik standard) 25
Reasoning (GI) 25
মোট 85

এই ধরনের পোষ্ট সবার আগে পেতে আমাদের নীচে দেওয়া টেলিগ্রাম চ্যানেল ও হোয়াট অ্যাপ গ্রুপ এর সাথে যুক্ত থাকুন।

Scroll to Top