কোলে ৯ মাসের শিশু নিয়ে মগ্ন ফোনে, পা হড়কে সোজা ম্যানহোলে মা-শিশু, কী হল তারপর?

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন ঘটনা আমরা চোখের সামনে দেখতে পাই। আসলে সেই সমস্ত ঘটনার মধ্যে কিছু ঘটনা দেখলে আমরা শিহরিত হই আমরা ভয় পাই। আর ভয় পাওয়াটাই বোধহয় ভীষণ স্বাভাবিক বিষয় কারণ ঘটনাগুলি এতটাই ভয়ানক হয়। বর্তমান সময় দাঁড়িয়ে মানুষের ফোনের প্রতি আসক্তি এতটাই বেড়ে গেছে যে তা রীতিমতো মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে।

এখন মানুষের হাতে সদাই ফোন। আসলে ফোন ছাড়া মানুষ এক মুহূর্ত কিছুই ভাবতে পারেনা।‌ কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপার, রাস্তা পারাপারের ফলে একাধিক দুর্ঘটনা কথা আমরা মাঝেমধ্যেই শুনেছি কেউ কেউ তো তা প্রত্যক্ষ করেছেন। অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে চোখের সমস্যা, কানের সমস্যা একাধিক শরীর খারাপের কথাও আমরা জানি।

READ MORE:  ফলোয়ার্স বাড়াতে ট্রেনে বসে থাকা রেলযাত্রীকে সপাটে চড় যুবকের! উচিত শিক্ষা দিল পুলিশ

আর এবার এই ফোনের কারণেই ঘটে গেল আর‌ও এক ভয়ঙ্কর ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। ভিডিওতে দেখা গেছে, এক তরুণী মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোচ্ছিলেন, তার কোলে এক ছোট্ট শিশু। সেই মহিলা ফোনে এতটাই ব্যস্ত যে রাস্তার খোলা ম্যানহোল তিনি লক্ষ্যই করেননি। হরিয়ানার ফরিদাবাদে ঘটেছে এই ঘটনা।

READ MORE:  সমুদ্রের তীরে বোমা ফাটালেন নেহা মালিক, এমন ছবি শেয়ার করলেন

https://www.instagram.com/reel/DFIfuMFMYFW/

সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। সেখানেই দেখা যায়, এক তরুণী সালোয়ার স্যুট পরে একটি মোবাইল স্টোরের সামনে দিয়ে যাচ্ছিলেন, তার কোলে ৯ মাসের শিশু। রাস্তার উপরে ছিল খোলা ম্যানহোল। সেটা খেয়াল না করেই কানে ফোন দিয়ে হাঁটার জন্য সেই গভীর ম্যানহোলে পড়ে যান মহিলা। ফোনে ব্যস্ত থাকার কারণে সতর্ক ছিলেন না তিনি। যদিও দুইজনকেই বাঁচানো সম্ভব হয়েছে। মহিলার অসতর্কতার পাশাপাশি রাস্তায় খোলা ম্যানহোল নিয়েও প্রশাসনকে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

READ MORE:  প্রেমিকাদের কুম্ভে নিয়ে যাওয়ার জন্য লক্ষাধিক টাকার চুরি! বাড়ি ফিরতেই জেলে যুবক

 

Scroll to Top