কোহলিকে বিরাট শিক্ষা! নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ফেলল RCB
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দলে নেই ফ্যাফ ডুপ্লেসি। 2025 IPL মরসুমের জন্য তাঁকে ধরে রাখেনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন পরিস্থিতিতে নেতৃত্ব ছেড়েছেন ভারতীয় মহা তারকা বিরাট কোহলিও। এহেন আবহে আসন্ন মরসুমে দলকে এগিয়ে নিয়ে যেতে একজন যোগ্য নেতার খোঁজ করছিল বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট। এবার সেই সূত্র ধরেই, বৃহস্পতিবার RCB-র নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ম্যানেজমেন্ট কর্তারা। বিরাটের দলের অধিনায়ক হলেন রজত পতিদার।
আসন্ন মার্চের IPL মরসুমকে সামনে রেখে গতবছর তড়িঘড়ি 3 খেলোয়াড়কে রিটেন করায় রয়েল চ্যালেঞ্জার্স। সেই তালিকায় নাম ছিল কোহলিরও। তবে দলে থাকলেও আগামী সিজনে অধিনায়কের দায়িত্ব নিজের কাঁধে রাখবেন না বলে সিদ্ধান্ত নেন বিরাট। এমন পরিস্থিতিতে ভারতীয় মহাতারকা নেতৃত্ব ছাড়তেই দক্ষ অধিনায়কের অভাবে ধুঁকছিল RCB। বিরাটের আকষ্মিক পদক্ষেপে চাপ বাড়ে বেঙ্গালুরু কর্তাদের। এদিকে ক্রমশ এগিয়ে আসছে আইপিএল। ফলত, সমস্ত স্নায়ুর চাপ সামলে শেষমেষ পতিদারকে দলের অধিনায়কত্বের ভার চাপালেন বেঙ্গালুরুর হোতারা।
অতীতের পাতা উল্টে দেখলে বোঝা যাবে গোটা IPL ইতিহাসে অষ্টম বারের জন্য অধিনায়ক পেল RCB। অর্থাৎ 8 নম্বর অধিনায়ক হিসেবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দায়িত্ব সামলাবেন রজত। এর আগে পতিদারের জায়গায় IPL-এ বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেত্তোরি, বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি ও শেন ওয়াটসন।
আসন্ন IPL ম্যাচগুলিতে প্রথমবারের জন্য কোনও দলকে নেতৃত্ব দেবেন রজত পতিদার। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের জন্য হলেও এর আগে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে রজতের। মূলত রাজ্য দল মধ্যপ্রদেশের হয়ে অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি।
পতিদারের নেতৃত্বে একাধিক সাফল্য এসেছে মধ্যপ্রদেশের ঝুলিতে। সেক্ষেত্রে বলে রাখি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশ দলের হয়ে রজতের অধিনায়কত্ব নজর কেড়েছিল সকলের। সেই ম্যাচগুলিতে দুর্দান্ত পারফর্ম করে অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন রজত। এবার ঘরোয়া ক্রিকেট ছেড়ে নামবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ জনপ্রিয় ক্রিকেট লিগ IPL-এ।
অবশ্যই পড়ুন: IPL শুরু আগেই ঝটকা খেলেন KKR-র মালিক শাহরুখ খান
বিরাট কোহলি, রজত পতিদার (অধিনায়ক), ফিল সল্ট, জিতেশ শর্মা, দেবদূত পাডিক্কাল, স্বস্তিক চিকারা, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পান্ডিয়া, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, মনোজ ভান্দাগে, জেকব বেথেল, জোশ হেজেলউড, রসিখ দার, সুয়াশ শর্মা, ভুবনেশ্বর কুমার, নুয়ান তুষারা, লুঙ্গি এনগিদি, অভিননন্দন সিং, মোহিত রাঠী এবং যশ দয়াল।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলেজ আইআইটি খড়গপুর…
বর্তমান সময়ে চাকরির বাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আর এই কারণেই অনেকেই নিরাপদ এবং লাভজনক…
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: গতকাল ছিল বসন্ত উৎসব। আকাশে বাতাসে মিশেছিল খুশির রং। গোটা এলাকা যখন…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল…
This website uses cookies.