ক্যামেরা ও ফিচারে চ্যাম্পিয়ন স্মার্টফোন কোনটা, পার্থক্য দেখুন
Xiaomi 15 Ultra এর একটি মাত্র ভ্যারিয়েন্টে রয়েছে। যার দাম ১,০৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Vivo X200 Pro এর দাম শুরু ৯৪,৯৯৯ টাকা থেকে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: একটু ভাল দেখে ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন? বাজারে এই মুহূর্তে রয়েছে প্রচুর বিকল্প। যেমন, Galaxy S25 Ultra, iPhone 16 Pro Max ইত্যাদি। তবে দুটি স্মার্টফোন রয়েছে যেগুলি ক্যামেরার জন্য বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। এগুলি হল – Xiaomi 15 Ultra এবং Vivo X200 Pro। সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আগে দুই ফোনের বিস্তারিত তুলনা করা হল আজকের প্রতিবেদনে।
Xiaomi 15 Ultra এর একটি মাত্র ভ্যারিয়েন্টে রয়েছে। যার দাম ১,০৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Vivo X200 Pro এর দাম শুরু ৯৪,৯৯৯ টাকা থেকে।
ফটোগ্রাফির নিরিখে, শাওমি ১৫ আল্ট্রা মডেলে পাওয়া যাবে Leica-টিউনড কোয়াড-ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ১ ইঞ্চি ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৪.৩x অপটিক্যাল জুম-সহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ, ৩x অপটিক্যাল জুম-সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা।
অন্যদিকে, ভিভো এক্স২০০ প্রো ডিভাইসে দেওয়া হয়েছে Zeiss-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে ১/১.২৮ ইঞ্চি ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৩.৭x অপটিক্যাল জুম-সহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত। ফিচার অনুযায়ী শাওমি আরও ভাল টেলিফটো এবং পোর্ট্রেট ছবি তুলতে সক্ষম। উভয় স্মার্টফোনই ৮কে এবং ৪কে ৬০ এফপিএস ভিডিয়ো রেকর্ডিং ক্ষমতা সমর্থন করে।
শাওমি ১৫ আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, যার সাথে ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। আর ভিভো এক্স২০০ প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। শাওমির ব্যাটারি ও চার্জিং স্পিড ৫৪১০ এমএএইচ এবং ৯০ ওয়াট। আর ভিভোর ব্যাটারি ও চার্জিং স্পিড ৬০০০ এমএএইচ এবং ৯০ ওয়াট।
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
This website uses cookies.