লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ক্যামেরা পুরো তাক লাগিয়ে দেবে! ভারতে একজোড়া দুর্ধর্ষ স্মার্টফোন আনছে Vivo

Published on:

ভারতে স্মার্টফোন বিক্রিতে বর্তমানে শীর্ষস্থান দখল করে আছে চাইনিজ ব্র্যান্ড Vivo। এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ, সব ধরনের প্রাইস পয়েন্টে ফোন বিক্রি করছে তারা। এবার কোম্পানি দেশে তাদের প্রিমিয়াম X200 সিরিজে আরও দুটি মডেল যুক্ত করছে বলে খবর সামনে এসেছে। একটি নতুন প্রতিবেদন অনুযায়ী, Vivo X200 Ultra ও X200 Pro Mini ফোনগুলির নতুন গন্তব্য ভারতবর্ষ।

Vivo X200 Ultra ও X200 Pro Mini ভারতে লঞ্চ হচ্ছে

বিজনেস ওয়ার্ল্ডের একটি প্রতিবেদন থেকে খবরটি সামনে এসেছে। গোটা বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে যে চীনা টেক জায়ান্টটি ভারতে তাদের পরবর্তী টপ মডেল X200 Ultra এবং X200 Pro Mini লঞ্চের পরিকল্পনা করছে। কারণ এ দেশে X200 ও X200 Pro বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে প্রো মডেলটি সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে, যার ফলে উৎপাদন কেন্দ্র থেকে সংস্থাকে অতিরিক্ত ইউনিট সরবরাহের অনুরোধ করতে হয়েছে।

READ MORE:  OnePlus Nord CE4 Lite 5G Price: মাসে মাত্র ৮৭৩ টাকা দিয়ে OnePlus Nord CE4 Lite 5G ফোন, সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার | Best Smartphone Under 20000 Rupees

এই বিপুল চাহিদার কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা X200 Ultra ভারতে আনার পরিকল্পনা করছে ব্র্যান্ডটি। বস্তুত, এই প্রথম ভিভো তাদের আল্ট্রা ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ ফোন দেশে বিক্রি করবে। গত বছরও Vivo X100 Ultra লঞ্চ করা থেকে বিরত ছিল। আসন্ন X200 Ultra আরেকটি ফটোগ্রাফি ফ্ল্যাগশিপ হবে বলে আশা করা হচ্ছে।

ফোনটি X100 Ultra এর তুলনায় বিভিন্ন ডিপার্টমেন্টে ইমপ্রুভমেন্ট আনবে। এতে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার হতে পারে। ফটোগ্রাফির কথা বললে, ৫০-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা। ফোনটির ক্যামেরায় ভিভোর নিজস্ব দুটি ইমেজিং চিপ থাকবে, যা ছবির প্রসেসিং ও ভিডিও ক্ষমতা বৃদ্ধি করবে।

READ MORE:  সার্টিফিকেশন সাইট Motorola Razr 60 Ultra-র ব্যাটারি ও চার্জিং স্পিড ফাঁস করল

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.