ক্রিকেটপ্রেমীদের জন্য নয়া চমক! এবার Jio Hotstar-এ সম্পূর্ণ বিনামূল্যে IPL দেখা যাবে

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। একেবারে ফ্রিতে আইপিএল ২০২৫ (IPL 2025) দেখা যাবে। হ্যাঁ, তাও আবার রিলায়েন্স জিও এই সুযোগ এনে দিচ্ছে। আগামী ২২শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের মেগা মরসুম।

এই টুর্নামেন্টকে আরো উপভোগ্য করতে জিও আনছে বিশেষ একটি অফার, যেখানে ৯০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্য জিও হটস্টার’-এ দেখা যাবে প্রতিটি ম্যাচ। তবে কীভাবে এই সুবিধা পাবেন চলুন বিস্তারিত জেনে নেই। 

৯০ দিনের জন্য ফ্রিতে আইপিএল দেখার সুযোগ

রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয়েছে যে, কোন গ্রাহক যদি ২৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করেন তাহলে তিনি জিও হটস্টার’-এ ৯০ দিন বিনামূল্যে আইপিএল ২০২৫ এর সব ম্যাচ দেখতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোন খরচ করা লাগবে না।

READ MORE:  Grama Volunteer Recruitment 2025: অষ্টম শ্রেণী পাসে চাকরি, পরীক্ষা ছাড়াই ৮৪০২ শূন্যপদে গ্রাম ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার | Government Job

এই অফার পেতে হলে আপনাকে ১৭ই মার্চ থেকে ৩১শে মার্চের মধ্যে রিচার্জ করতে হবে। তবে যারা ইতিমধ্যেই রিচার্জ করে ফেলেছেন, তাদের জন্য রয়েছে একটি সহজ উপায়। তারা মাত্র ১০০ টাকার একটি অ্যাড-অন প্ল্যান রিচার্জ করলেই মিলবে এই সুবিধা। 

নতুন গ্রাহকদের জন্য চমক

শুধু পুরনো গ্রাহকদের জন্যই নয়, যারা নতুন করে জিওর সিম নেবেন তারাও এই অফারের আওতায় আসবেন। নতুন গ্রাহকরা ২৯৯ টাকার একটি রিচার্জ করলেই ৯০ দিনের জন্য বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ পাবেন। 

READ MORE:  রাজ্যে তৈরি হচ্ছে নতুন ৪টি ESI হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিক খুলছে এবার

আরো একাধিক সুবিধা দিচ্ছে জিও

আইপিএল দেখার পাশাপাশি জিও গ্রাহকরা আরো বেশ কিছু সুবিধা পাবে। যেকেউ এই অফারটি নিলে বাড়িতে ৫০ দিনের জন্য বিনামূল্যে জিও ফাইবার বা এয়ার ফাইবার সংযোগ পাবেন। ফলে উচ্চগতির ইন্টারনেট, ৮০০+ লাইভ টিভি চ্যানেল, এবং ১১টি জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে। এছাড়া উচ্চগতির WiFi সুবিধা দেওয়া হবে, যা বিনোদনের জন্য দারুণ সুযোগ। 

READ MORE:  বিনামূল্যে IPL দেখার দিন শেষ! ম্যাচ দেখতে গেলেই পকেট থেকে খোয়াতে হবে টাকা

ক্রিকেট ভক্তদের জন্য সত্যিই এটি একটি দারুণ সুবিধা হতে চলেছে। তাই ফ্রিতে আইপিএল ২০২৫ উপভোগ করতে চাইলে দেরি না করে আজই ২৯৯ টাকার একটি প্ল্যান রিচার্জ করুন।

Scroll to Top