ক্লাসেই মদের আসর! পড়ুয়াদের কাপে সুরা ঢেলে শিক্ষক বললেন ‘জল ঢেলে নিস’, ভাইরাল ভিডিও
বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুদে পড়ুয়াদের সাথে মদের আসর বসিয়েছেন শিক্ষক। একেবারে বাবু হয়ে বসে চলছে দারু পার্টি! রঙচঙে খোলামেলা পোশাকে ক্লাসের মধ্যেই ছাত্রদের সাথে মদ ভাগাভাগি করছেন তিনি। কাপে সুরা ঢালতে ঢালতেই শিক্ষকের বক্তব্য, জল ছাড়া খাবি! জল মিশিয়ে নে! সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল(Viral) হয়েছে এমনই এক কুদৃশ্য। যা দেখে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে নেট নাগরিকদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে, ক্লাসের মধ্যেই ছাত্রদের হাতে মদের কাপ তুলে দিতে দেখা গিয়েছে এক মধ্য বয়স্ক শিক্ষককে। সূত্রের খবর, ঘটনাটি মধ্যপ্রদেশের। সে রাজ্যের কাটনি জেলার একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন ওই ব্যক্তি। আর তাঁর বিরুদ্ধেই পড়ুয়াদের মধ্য পান করানোর বিরাট অভিযোগ উঠেছে। যা দৃশ্যতেও কার্যত স্পষ্ট!
খোঁজ নিয়ে জানা গেল, মধ্যপ্রদেশের ওই শিক্ষকের নাম লাল নবীন প্রতাপ সিং। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে প্রতাপ সিংকেই কাপে করে মদ বিলি করতে দেখা গিয়েছে। ভিডিওটিতে তাঁকে স্পষ্ট বলতে শোনা যায়, মদে জল মিশিয়ে নিস! যেই দৃশ্য ইতিমধ্যেই শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।
https://twitter.com/news24tvchannel/status/1913455337195343899?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener
অবশ্যই পড়ুন: বন্ধ সুতো আমদানি! ভারতকে টাইট দিতে গিয়ে নতুন বিপদে বাংলাদেশ
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, শিক্ষকের এমন নক্কারজনক ঘটনা জানাজানি হতেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন। সূত্রের খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন স্বয়ং জেলাশাসক দিলীপ কুমার যাদব।
জানা গিয়েছে, ছাত্রদের মদ্যপান করিয়ে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট, নিয়ম ভঙ্গ ও অন্যান্য অপরাধের ভিত্তিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাথেই, তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার রুজু করেছেন স্থানীয় অভিভাবকরা! পুলিশ সূত্রে খবর, কর্মকাণ্ডের যথাযথ শাস্তি পাবেন ওই ব্যক্তি!
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.