ক্লাসের মাঝে আইটেম গানে ছাত্রদের সাথে তুমুল নাচ করলেন এক শিক্ষিকা, ভিডিও ভাইরাল

আজকাল সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন বিনোদনের সুপারডোজ পাওয়া যায়, ঠিক অন্যদিকে সাধারণ মানুষ তাঁদের প্রিয় তারকার ভার্চুয়াল বন্ধু হতে পারেন। তাইতো আজকাল যেকোনো তারকা তাদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য মাঝে মাঝে তাদের সোশ্যাল মিডিয়া সাইটে কিছু ছবি বা ভিডিও পোস্ট করেন। বলিউড থেকে শুরু করে টলিউড সমস্ত ইন্ডাস্ট্রিতেই তারকারা তাদের ফ্যান ফলোয়ারদের খুশি রাখার চেষ্টা করেন। তারকাদের পাশাপাশি মাঝে মাঝে ছবি পোস্ট করেন সাধারণ মানুষও। অনেকেই তাঁদের প্রতিভা প্রদর্শনের জন্য ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন।

READ MORE:  TRP List: নতুন মেগা আসতেই ওলটপালট! পরিণীতা না জগদ্ধাত্রী কে হল বেঙ্গল টপার? রইল TRP তালিকা | 13th March Bengali Serial Target Rating Point List

আজকাল পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন।

READ MORE:  পরনে লেহেঙ্গা চোলি, বৃষ্টিতে ভিজে লাস্যময়ী কায়দায় নাচ পূজা ব্যানার্জির, একলা দেখুন ভিডিও

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গেছে ক্লাসভর্তি ছাত্রছাত্রীদের সামনে ব্যাপক নাচ করছেন এক শিক্ষিকা। শিক্ষিকার জন্মদিন পালন করছিল শিক্ষার্থীরা। এরমধ্যেই দেখা যায় কয়েকজন ছাত্রের সাথে বলিউডের আইটেম গানের তালে তুমুল নাচ করেছেন ওই কমবয়সী শিক্ষিকা। সে ‘বান্টি অর বাবলি’ ছবির ‘কাজরা রে’ গানের তালে নাচ করেছেন। সম্প্রতি @yeazlas টুইটার অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করা হয়েছে। ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে গেছেন সকলেই। অনেকেই বলেছেন যে একজন শিক্ষিকাকে এরকম আইটেম গানের তালে নাচ করা মানায় না। ভাইরাল হওয়া ভিডিওটি ৪ লাখের বেশি ভিউ পেয়েছে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

READ MORE:  শাশুড়ি জামাইয়ের সম্পর্ক দেখে ঘাম ছুটবে আপনার, উল্লুতে এলো জয়শ্রী গায়কোয়াড়ের নতুন ওয়েব সিরিজ (Updated Web Series)

Scroll to Top