লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

খড়গপুর ডিভিশনে মেগা ব্লক, টানা ১৯ দিন বাতিল ৩০০ ট্রেন! কবে থেকে?

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: সামনেই দোল রয়েছে। এদিকে আরও অনেকের নানা প্ল্যানও রয়েছে ঘুরতে যাওয়ার। ইতিমধ্যেই অনেকেই আছেন যারা দোলে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটছেন। তো আবার অনেকেই এপ্রিল মাসের ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে কোনো ঠান্ডার জায়গায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটছেন। আপনিও কি একই প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন। ফলে নতুন করে যাত্রী সাধারণের ব্যাপক হয়রানি হবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বাতিল বহু ট্রেন

জানা গিয়েছে, এপ্রিল মাস থেকে শুরু করে মে মাস অবধি বহু ট্রেন বাতিল থাকতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে খড়্গপুর ডিভিশনে টানা ১৯ দিনের ব্লক (Kharagpur Mega Block) থাকার দরুন এহেন সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেল সূত্রে খবর, আগামী এপ্রিল মাসের শেষ থেকে টানা ১৯ দিনের জন্য ভোগান্তি শুরু হবে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের যাত্রীদের। রি মডেলিং এর জন্য প্রিএনআই এর কাজ সহ একাধিক উন্নয়নের জন্য মেগা ব্লক নেবে এই রেল। যে কারণে ৩০ এপ্রিল থেকে টানা ১৯ দিন ধরে ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে যাত্রী সাধারণকে।

READ MORE:  আট গুণ বেশি ভাড়া, যাত্রী অভাবে বন্ধ হল শিয়ালদার ফার্স্ট ক্লাস ট্রেন! প্রশ্ন AC লোকাল নিয়ে

কী বলছে রেল?

এই মেগা ব্লক প্রসঙ্গে মুখ খুলেছেন খড়্গপুর সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণ। তিনি জানিয়েছেন, জিএম পর্যায়ে এই ব্লক থাকবে। যাইহোক, রেল সূত্রে জানা গিয়েছে যে আগামী ৩০ এপ্রিল থেকে টানা ১৯ দিনের জন্য ২১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এরপর ২ মে থেকে ১৮ মে অবধি আপ-ডাউন মিলিয়ে ৬৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এছাড়া অনিয়মিতভাবে চলবে ১৫টি দূরপাল্লার ট্রেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা

খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের কাজের জন্য ১৩ থেকে ১৮ মে পর্যন্ত ট্রেন বাতিল করার বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ-পূর্ব রেল। ট্রেন ১২৮৪০ ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-হাওড়া সুপারফাস্ট মেল ১৬ মে সন্ধ্যা ৭টায় সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়ার কথা এবং ট্রেন ১২৮৩৯ হাওড়া-ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল ১৭ মে রাত ১১.৪৫-এ হাওড়া ছাড়ার কথা ছিল। তবে এগুলি বাতিল থাকবে।

READ MORE:  ‘২০৯৪ কোটি আটকে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার’, বকেয়া মেটাতে পুলিশকে চিঠি CRPF-র

এগমোর-ভিল্লুপুরম বিভাগের বেশ কয়েকটি ইএমইউ আংশিকভাবে বাতিল করা হয়েছে। এর কারণ এগমোর এবং কোডামবাক্কাম রেলওয়ে স্টেশনের মধ্যে ৬ ও ৭ মার্চ দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত লাইন ব্লক করা হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.