Pan Aadhaar Link: PAN-আধার লিঙ্কিং নিয়ে জারি নয়া আদেশ, তড়িঘড়ি মিটিয়ে নিন কাজ | New Notice
শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে এমন কিছু নথি আছে যেগুলি ছাড়া একটা কাজও হয় না। এই ধরুন যেমন PAN এবং আধার কার্ড… উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ নথি। আজকাল আধার এবং প্যান কার্ড ছাড়া আপনি কোনও কাজ করতে পারবেন না। এখন সরকার বলছে যে কোনও রকম সমস্যা এড়াতে দুটিকে লিঙ্ক (PAN Aadhaar Link) করতে। যদি আপনি এখনও আপনার আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন। তাহলেও চিন্তা নেই, কারণ আপনার হাতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় আছে।
সবথেকে বড় কথা, এই কাজটি করার জন্য আপনার পকেট থেকে একটা টাকাও কিন্তু খরচ হবে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা ২০২৪ সালের অক্টোবরের আগে তাদের প্যান কার্ড তৈরি করেছেন তারা কোনও চার্জ বা ফি ছাড়াই প্যান কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ যাদের প্যান কার্ড ২০২৪ সালের অক্টোবরের পরে তৈরি করা হয়েছে। তারা এই বিনামূল্যের পরিষেবাটি গ্রহণ করতে পারবেন না। এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি যদি আধার কার্ডের ভিত্তিতে প্যান তৈরি করে থাকেন, তবেই আপনি এই সুবিধা পাবেন। তবে এখানে জানিয়ে রাখি, অন্যান্য সকল ক্ষেত্রে, কার্ডধারীদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ১,০০০ টাকা চার্জ দিতে হবে।
ধাপ ১- প্রথমে ট্যাক্স ই-ফাইলিং ওয়েবসাইটে যান।
ধাপ ২ – এখানে আপনি লিঙ্ক আধারের বিকল্পটি দেখতে পাবেন।
ধাপ ৩ – এটিতে ক্লিক করুন এবং প্যান এবং আধার নম্বর লিখুন।
ধাপ ৪- তারপর নিবন্ধিত মোবাইল নম্বরটি প্রবেশ করান।
ধাপ ৫ – এর পরে আমি UIDAI-এর সাথে আমার আধারের বিবরণ যাচাই করতে সম্মত হচ্ছি।
এতে OK ক্লিক করুন।
ধাপ ৬- এরপর আপনি ‘প্যান সফলভাবে লিঙ্ক করা হয়েছে’ বার্তাটি পাবেন।
জানেন কি, আপনি SMS এর মাধ্যমেও PAN কে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারেন? জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়াটি।
ধাপ ১- প্রথমত, গ্রাহককে তার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে কল করতে হবে
আপনাকে UIDPAN <12 ডিজিটের আধার> <10 ডিজিটের PAN> বার্তাটি পাঠাতে হবে।
ধাপ ২- আপনি <567678> অথবা <56161> যেকোনো নম্বরে বার্তা পাঠাতে পারেন।
উদাহরণস্বরূপ, যদি আপনার আধার নম্বর 987654321012 এবং প্যান নম্বর ABCDE1234F হয়, তাহলে আপনাকে UIDPAN 987654321012 ABCDE1234F লিখতে হবে এবং এই দুটি নম্বরের যেকোনো একটিতে <567678> অথবা <56161> এ একটি বার্তা পাঠাতে হবে।
প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক করার জন্য আপনি উপরে উল্লিখিত যেকোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মত এক বিরাট দেশে প্রতিদিন প্রায় ২.৫ কোটি মানুষ ট্রেনে (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় নিরাপদ এবং ঝুঁকিমুক্ত সঞ্চয় করতে। কিন্তু প্রশ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মত বিরাট এক দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলের (Indian Railways)…
সহেলি মিত্র, কলকাতাঃ একের পর এক অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের দৌলতে নতুন করে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি।…
মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion। কয়েকদিন আগে ছিল এর প্রথম…
Asus ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ সিরিজ ExpertBook P লঞ্চ করল। এই নতুন লাইনআপের অধীনে…
This website uses cookies.