খাস কলকাতায় ফের ধর্ষণ, টালিগঞ্জে শিকার ৬ বছরের শিশু! গ্রেফতার অভিযুক্ত
প্রীতি পোদ্দার, কলকাতা: ফের শহরে উঠে এল ধর্ষনের অভিযোগ। এমনই ন্যক্কারজনক ঘটনা ঘটল টালিগঞ্জের এলাকায় (Tollygunge)। মাত্র ৬ বছরের নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইমুহুর্তে এলাকার বাসিন্দা এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
আজ অর্থাৎ বুধবার সকালে নির্যাতিতার এই ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় টালিগঞ্জের ওই এলাকায়। সঙ্গে সঙ্গে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইমুহুর্তে চিকিৎসা চলছে তার। শিশুটির শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। শিশুটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে পুলিশের সন্দেহ হয়।
এদিকে টালিগঞ্জে নির্যাতিতার এইরূপ ঘটনায় তাঁর মা জানিয়েছেন যে, “আমি কাল রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটা জানতে পারি। দেখি ওর প্যান্টে রক্তের দাগ লেগেছিল। প্যান্ট খুলতেই দেখি গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হয়েই যাচ্ছে। তারপরেই মেয়ে জানায় এই প্রথম নয় এর আগে এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে। কাল বাড়িতে ছেলেটা কখন ঢুকেছিল বোঝা যায়নি। মেয়ে তো বাড়িতে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই যে এটা ঘটে যাবে ভাবতে পারিনি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেফতার করেছে। আমি চাই ওর ফাঁসি হোক।”
নির্যাতিতার শিক্ষিকা এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। তিনি নিজেও দোষীর চরম শাস্তির আবেদন করেছে। তিনি বলছেন, “আমি ভোরবেলা জানতে পেরেছি। আমি কাজের সূত্রে বাইরে থাকি। আমি খবর পাওয়া মাত্রই গাড়ি নিয়ে চলে আসি। ৭ বছরের শিশুর উপর এই নারকীয় অত্যাচার কোনো রকম ভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই ঘটনার ঠিকঠাক বিচার হোক।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো…
This website uses cookies.