গতি ১০০-র উপরে, একটি নয় দুটি AC লোকাল পাচ্ছে শিয়ালদা! কোন কোন রুটে চলবে?
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলার রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার কপাল ভালো থাকলে সকলেই এসি লোকাল ট্রেনে (AC Local Train) উঠতে পারবেন, তাও কিনা একদম পকেট ফ্রেন্ডলি দামে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনটাই এখন শোনা যাচ্ছে। ইতিমধ্যে নাকি পূর্ব রেলের তরফে এই বিষয়ে তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে বলে খবর। তাও আবার একটা নয়, দুটো এসি লোকাল ট্রেন পেতে চলেছেন যাত্রীরা।
পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ চেন্নাই থেকে দুটি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন রেক পেতে চলেছে। রেলের লক্ষ্য শহরতলির যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা। এই ১২টি কোচ বিশিষ্ট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) ট্রেনগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) দ্বারা তৈরি করা হয়েছে। এসি রেকগুলি ২৫ কেভি এসি ট্র্যাকশনে চলবে এবং প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারবে।
রেল সূত্রে খবর, ১২টি কোচের প্রতিটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, দুটি ১৫ টনের ছাদে মাউন্টেড প্যাকেজ ইউনিট (আরএমপিইউ) সহ একটি শীতল এবং মনোরম যাত্রা নিশ্চিত করে। স্টেইনলেস স্টিলের কোচগুলির সোজা পার্শ্ব দেয়াল রয়েছে এবং সিল করা, প্রশস্ত ভেস্টিবুল গ্যাংওয়ে দ্বারা সংযুক্ত।
এমনিতেই গরমের সময় আসছে। আর এই সময়ে যদি রেলের তরফে শিয়ালদা ডিভিশনে এই ট্রেন আনা হয় তাহলে উপকৃত হবেন যাত্রীরা। নিরাপত্তা এবং সুবিধার কথা যদি ধরা হয়, তাহলে কোচগুলিতে সিসিটিভি ক্যামেরা, জরুরি অবস্থার জন্য যাত্রীদের জন্য টক-ব্যাক সিস্টেম, রিয়েল-টাইম আপডেটের জন্য জিপিএস-সক্ষম এলইডি স্ক্রিন এবং মডুলার অ্যালুমিনিয়াম লাগেজ র্যাক রয়েছে।
কিছুইন আগে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি ছুটবে। পাশাপাশি তিনি রেলের ভাড়া সম্পর্কেও অবগত করেছিলেন। দ্বিতীয় লোকাল ট্রেনটি তাহলে কোন রুটে চলবে? এই তথ্য জানা যা গেলেও আশা করা হচ্ছে যে, কৃষ্ণনগর পর্যন্তই দুটি এসি লোকাল ট্রেন চালানো হবে।
অভ্যন্তরীণ অংশে তিন আসন বিশিষ্ট স্টেইনলেস স্টিলের বেঞ্চ রয়েছে, যা প্রায় ১,১০০ জন যাত্রীর জন্য উপযুক্ত। বড়, ডাবল-সিল করা কাচের জানালাগুলি একটি প্যানোরামিক দৃশ্য প্রদান করে।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান (Pakistan) সম্পর্ক বিরাট ধাক্কা খেয়েছে। 26 জন…
This website uses cookies.