গরমের ছুটির আগেই বদলে গেল স্কুলের টাইমিং! দাবদাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে নয়া নির্দেশ
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্রের কাঠফাটা গরমে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া সহ একাধিক জেলার পারদ ঊর্ধ্বমুখী। খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে এই কাঠফাটা গরমেও স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের। কিন্তু এবার এই চিন্তার দিন শেষ, এর কারণ স্কুলের সময়সীমা (School Timing) আরও সকালে করার সিদ্ধান্ত নেওয়া হল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
এই তীব্র গরমের মধ্যে ছোট ছোট পড়ুয়াদের যাতে স্বাস্থ্যের কোনও সমস্যা না হয় সেজন্য মর্নিং স্কুল চালানোর সিদ্ধান্ত নিল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ভোর ৬টা থেকে সকাল ১০টা অবধি চলবে স্কুল। মূলত শিশুদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমনিতে যে হারে গরম বাড়ছে তাতে করে সে ছোট হোক বা বড়, সকলেই রীতিমতো কাহিল। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও পরামর্শ দিচ্ছেন, খুব দরকার না পড়লে সকাল ১১ টার পর বাড়ি থেকে না বেরনোর। তবে যাদের অফিস, স্কুল, কলেজ আছে শিডিউল অনুযায়ী বেরোতেই হবে। যাইহোক, কিন্তু এবার স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের ওপর যাতে বেশি কোনও প্রভাব না পড়ে সেজন্য চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাঁকুড়ার বিভিন্ন স্কুলে।
প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলি ছাড়াও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে সকালে স্কুল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি মিলিয়ে জেলায় মোট ৩৫৬৮টি বিদ্যালয়ের জন্য নির্দেশিকা জারি করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল। বাঁকুড়া মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চট্টোপাধ্যায় বলেন, ‘সরকারি নিয়ম মেনেই প্রতিবার এপ্রিল-মে-জুন মাসে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সকালে ক্লাস হবে। ১ এপ্রিল স্কুল ছুটি ছিল। ২ এপ্রিল থেকে সেই মতোই সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল চলবে।’
প্রীতি পোদ্দার, কলকাতা: গত এক বছর ধরে ২৬ হাজার শিক্ষকের চাকরি (SSC) বাতিলকে ঘিরে সুপ্রিম…
সৌভিক মুখার্জী, কলকাতা: জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর, বিশেষ করে যারা ক্রিকেটপ্রেমী। কারণ বর্তমানে আইপিএলের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু জল্পনার নিষ্পত্তি। ওপার বাংলার তরফে একাধিক অভিযোগ, চিন সফরে গিয়ে ভারত…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভাগ্য কার কখন বদলে যায় তা ভগবানও বলতে পারেনা! কখনো সাধারন কিছু…
itel King Signal ফিচার ফোন ভারতে লঞ্চ হল। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভালো নেটওয়ার্ক কভারেজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গতবছর নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবার সেই…
This website uses cookies.