পশ্চিমের জেলাগুলিতে চৈত্রের তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায় তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, খুব জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হওয়া এড়াতে। তবে গরমের মধ্যেও স্কুল চালু থাকায় শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের বড় সিদ্ধান্ত
এই পরিস্থিতিতে ছোটদের সুস্থতা নিশ্চিত করতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল বিশেষ উদ্যোগ নিয়েছে। গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই দিতে স্কুলের সময়সীমা এগিয়ে আনা হয়েছে। এখন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলবে ক্লাস।
গরমের প্রভাব থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা সকাল ১১টার পর বাইরে বের হতে নিষেধ করছেন। তবে অফিস, কলেজ ও অন্যান্য কাজের জন্য বাইরে যেতেই হচ্ছে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাঁকুড়ার স্কুলগুলিতে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।
নির্দেশিকা জারি
প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের জন্য নতুন সময়সূচির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বাঁকুড়ার মোট ৩,৫৬৮টি বিদ্যালয়ে এই নিয়ম চালু থাকবে। বাঁকুড়া মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চট্টোপাধ্যায় জানান, সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল, মে ও জুন মাসে সব প্রাথমিক বিদ্যালয়ে সকালবেলার ক্লাস চলবে। ১ এপ্রিল স্কুল ছুটি থাকলেও ২ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৬:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত পাঠদান হবে।